ইতালীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সাথে ইউনূসের সাক্ষাৎ

16th May, 2024

ইতালীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সাথে ইউনূসের সাক্ষাৎ

ইউনূস সেন্টার প্রেস রিলিজ – মে ১৬, ২০২৪



১১ মে ২০২৪, নোবেল বিজয়ী অধ্যাপক মুহম্মদ ইউনূস প্রেসিডেন্ট প্রাসাদে  ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলার সাথে সাক্ষাত করেন। প্রফেসর ইউনূস সহ মানব ভ্রাতৃত্ব বিষয়ক ২য় বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের সাথে সাথে প্রেসিডেন্টের সভা হয়।

তাঁরা মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেনলনের শান্তি গোলটেবিল বৈঠকে প্রণীত "শান্তি ঘোষণার" রূপরেখা এবং মানবতার অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।




ছবির ক্যাপশন ১ : রোমের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইতালীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সাথে অধ্যাপক ইউনূস।



ছবির ক্যাপশন ২ : মানব ভ্রাতৃত্বের ওপর দ্বিতীয় বিশ্ব সভায় ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার সঙ্গে বিশিষ্ট নোবেল বিজয়ী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা।



সমাপ্ত।

Related Contents