সামাজিক ব্যবসা ভিত্তিক প্যারিস অলিম্পিক ২০২৪ নিয়ে ফ্রান্সে বিভিন্ন পর্যায়ে প্রফেসর ইউনূসের সংগে আলোচনা

2nd April, 2024

সামাজিক ব্যবসা ভিত্তিক প্যারিস অলিম্পিক ২০২৪ নিয়ে ফ্রান্সে বিভিন্ন পর্যায়ে প্রফেসর ইউনূসের সংগে আলোচনা

প্রেস রিলিজ



তাঁর সাম্প্রতিক ফ্রান্স সফরকালে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা ভিত্তিক অলিম্পিকের অগ্রগতি নিয়ে বিভিন্ন ফোরাম ও বৈঠকে আলোচনা করেন । ২০-২২ মার্চ ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে তিনি ক্ষুদ্রঋণ, দারিদ্র দূরীকরণে ক্রীড়ার গুরুত্বপূর্ণ শক্তি, এবং প্যারিস অলিম্পিক ২০২৪ আয়োজনে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে তাঁর রূপকল্প ও অন্তর্দৃষ্টি  সকলের কাছে তুলে ধরেন।

২১ মার্চ ইউরোপের বৃহত্তম ব্যাংক BNP Paribas-এর আমন্ত্রণে এক বিশেষ সমাবেশে ভাষণ দেন প্রফেসর ইউনূস। প্যারিস ইমপ্যাক্ট নেটওয়ার্ক-এর অন্তর্ভূক্ত বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ৫০ জনের বেশী ফরাসী বিশেষজ্ঞের এই সমাবেশে তিনি বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণের ভবিষ্যতের উপর বিভিন্ন জ্ঞানগর্ভ আইডিয়া নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় প্রফেসর ইউনূস বিএনপি পারিবাস এনগেজমেন্ট-এর প্রধান এবং বিএনপি পারিবাস নির্বাহী কমিটির সদস্য অ্যান্টোনিও সায়ার উপস্থিত থাকেন।

একই দিন পূর্বাহ্ণে প্রফেসর ইউনূস সেনেগালে যুব বেকারত্ব অবসানে সেদেশে  প্রফেসর ইউনূস উদ্ভাবিত মডেলে একটি “নবীন উদ্যোক্তা কর্মসূচি” চালুর লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট, ইউনূস ফ্রান্স এবং গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশনের মধ্যে সম্পাদিত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

একই দিন প্রফেসর ইউনূস ফ্রেঞ্চ ন্যাশনাল অলিম্পিক এন্ড স্পোর্টস কমিটির  (French National Olympic and Sports Committee - CNOSF) সংগঠন Le Sport a du Coeur  এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “স্পোর্টস এন্ড পোভার্টি ফোরামে” সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, চিকিৎসক, মনোবিজ্ঞানী, ক্রীড়া শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠনের নেতা এবং জনপ্রতিনিধি ও ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি সহ হলভর্তি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে তাঁর ভাষণে তিনি বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা বিশেষ করে দারিদ্র মোকাবেলায় ক্রীড়ার রূপান্তরকারী শক্তির উপর জোর দেন। সামাজিক ব্যবসা ও ক্রীড়ার সম্মিলিত শক্তির উপর গুরুত্ব আরোপ করে প্রফেসর ইউনূস দারিদ্র মোকাবেলায় ক্রীড়ার শক্তি বৃদ্ধির লক্ষ্যে তাঁর উদ্ভাবনশীল ধারণা তুলে ধরেন। এ বিষয়ে শ্রোতাদের প্রবল আগ্রহপূর্ণ আইডিয়া বিনিময় ও প্রশ্নোত্তর পর্বে সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এরপর প্রফেসর ইউনূস প্যারিস অলিম্পিক ২০২৪ প্রোগ্রামে অংশ নেন। প্যারিসের মেয়র অ্যান হিদালগোর নেতৃত্বে এই ঐতিহাসিক অলিম্পিকের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজন করা। অনুষ্ঠানের সভাপতি মেয়র হিদালগো এবং লা ক্যানোর প্রধান নির্বাহী এলিসা ইয়াভচিজ সহ প্যারিসের মনোরম সিটি হলে উপস্থিত ৮ শতাধিক অভ্যাগত সমবেতভাবে দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে প্যারিস ২০২৪ অলিম্পিক ডিজাইনে প্রফেসর ইউনূসের অবদানকে অভিনন্দন জানান। ইএসএস ২০২৪ কর্মসূচির লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজন করা যার সুফল বিশেষত সামাজিক অর্থনীতির মধ্যে থাকা এলাকাগুলির অধিবাসী ও ক্ষুদ্র  ব্যবসাগুলিও ভোগ করবে।

চার শতাধিক সামাজিক ব্যবসা এরই মধ্যে অলিম্পিক গেমসকে বিভিন্ন সেবা দিতে শুরু করেছে বা সেবা দেবার প্রস্তুতি নিচ্ছে। নির্মাণ সাইটগুলিতে এর মধ্যে ২৬ লক্ষ ঘন্টা সামাজিক অঙ্গীভূতকরণ কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক সামাজিক ও পরিবেশবাদী উদ্ভাবন এই বিশাল কর্মযজ্ঞে স্থান করে নিতে পেরেছে।

২২ মার্চ প্রফেসর ইউনূস ডেকাথলন-এর প্রধান নির্বাহী বারবারা মার্টিন-কোপোল্লা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাঁ পিয়ার হ্যামারলাইনের আমন্ত্রণে ফ্রান্সের লিল নগরে অবস্থিত ডেকাথলনের সদর দপ্তর পরিদর্শন করেন। কোম্পানীটির কর্মচারীদের সাধারণ সভায় তাঁদের উদ্দেশ্যে ভাষণ দানকালে তিনি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবলায় ক্রীড়ার সামাজিক শক্তির উপর জোর দেন এবং এই প্রেক্ষিতে ইউনূস স্পোর্টস হাব, ডেকাথলন ফাউন্ডেশন ও ডেকাথলনের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

তাঁর প্যারিস সফরকালে প্রফেসর ইউনূস ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলান্ডের আমন্ত্রণে তাঁর সঙ্গে বৈঠক করেন। তাঁদের এই বৈঠকে তিনি বিভিন্ন বৈশ্বিক উদ্যোগ বিশেষ করে প্যারিস অলিম্পিক ২০২৪ -এ তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রফেসর ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও প্রাক্তন ফরাসী প্রেসিডেন্ট মিতেরার  বিশেষ উপদেষ্টা জ্যাক আটালির সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

ফ্রান্স সফরকালে প্রফেসর ইউনূস শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাসহ দেশটিতে তাঁর বন্ধুদের নিকট থেকে বিপুল অভ্যর্থনা লাভ করেন এবং ইতিবাচক বৈশ্বিক পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সহযোগিতামূলক কর্মপ্রচেষ্টা ও সেগুলির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।



ছবির ক্যাপশন—১: প্যারিসের মেয়র অ্যান হিদালগো হোটেল দ্য ভিল—এ তাঁর কার্যালয়ে প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানাচ্ছেন। মেয়র তাঁর অফিসে প্রফেসর ইউনূসের সম্মানে মধ্যাহ্ণভোজের আয়োজন করেন।


ছবির ক্যাপশন—২: লা ক্যানোর মহাপরিচালক এলিসা ইয়াভচিজ প্রফেসর ইউনূসকে প্যারিস ২০২৪ অলিম্পিকের সামাজিক সেক্টরের অংশগ্রহণের উপর ব্রীফ করছেন। লা ক্যানো প্যারিস ২০২৪ অলিম্পিক—এ সামাজিক সেক্টরের অংশগ্রহণ বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত।

ক্যাপশন—৩ (ভিডিও): প্যারিসের সিটি হলে মেয়র অ্যান হিদালগোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্যারিসের আট শতাধিক বিশিষ্ট নাগরিক দাঁড়িয়ে তুমুল করতালির মাধ্যমে প্রফেসর ইউনূসকে প্যারিস ২০২৪ অলিম্পিক ডিজাইনে তাঁর অবদানের জন্য অভিনন্দন জানাচ্ছেন।


ছবির ক্যাপশন—৪: প্যারিসের মনোরম সিটি হলে ৮ শতাধিক বিশিষ্ট নাগরিকের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রফেসর ইউনূস।


ছবির ক্যাপশন—৫: দারিদ্র বিমোচনে সামাজিক ব্যবসা ও ক্রীড়ার সম্মিলিত শক্তির যুগান্তকারী অভিঘাতের উপর ফ্রেঞ্চ ন্যাশনাল অলিম্পিক এন্ড স্পোর্টস কমিটিতে  'Le Sports a du Coeur' আয়োজিত স্পোর্টস এন্ড পোভার্টি ফোরামে ফ্রান্সের বিশিষ্ট ক্রীড়াবিদদের উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন প্রফেসর ইউনূস।


ছবির ক্যাপশন—৬: ইউরোপের বৃহত্তম ব্যাংক বিএনপি পারিবা ও প্যারিস ইমপ্যাক্ট নেটওয়ার্ক—এর বিশেষজ্ঞদের নিকট ক্ষুদ্রঋণের ভবিষ্যৎ নিয়ে তাঁর অন্তদৃর্ষ্টি তুলে ধরছেন প্রফেসর ইউনূস।

ছবির ক্যাপশন—৭: প্রফেসর ইউনূস ডেকাথলন—এর প্রধান নির্বাহী বারবারা মার্টিন—কোপোল্লা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাঁ পিয়ার হ্যামারলাইনের আমন্ত্রণে ফ্রান্সের লিল—এ অবস্থিত ডেকাথলনের সদর দপ্তর পরিদর্শন করছেন। ডেকাথলন পৃথিবীর বৃহত্তম ক্রীড়া সামগ্রী ডিজাইনার, উৎপাদনকারী ও মার্কেটিং কোম্পানী। থাইল্যান্ডে ইউনূস স্পোর্টস হাবের সাথে এর ফাউন্ডেশনের একটি যৌথ সামাজিক ব্যবসা কর্মসূচি রয়েছে।

ছবির ক্যাপশন—৮: প্রফেসর ইউনূস তাঁর দীর্ঘদিনের বন্ধু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, প্রাক্তন ফরাসী প্রেসিডেন্ট মিতেরার বিশেষ উপদেষ্টা, পজিটিভ প্ল্যানেট—এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান ব্যাংক ফর রিকন্সট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট—এর প্রথম প্রেসিডেন্ট জ্যাক আটালির সাথে সাক্ষাৎ করেন।

ছবির ক্যাপশন—৯: ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলান্ড প্যারিসে তাঁর কার্যালয়ে প্রফেসর ইউনূসকে স্বাগত জানাচ্ছেন।

ছবির ক্যাপশন—১০: প্রফেসর ইউনূস সেনেগালে যুব বেকারত্ব অবসানে সেদেশে প্রফেসর ইউনূস উদ্ভাবিত মডেলে একটি “নবীন উদ্যোক্তা কর্মসূচি” চালুর লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট, ইউনূস ফ্রান্স এবং গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশনের মধ্যে সম্পাদিত চুক্তিতে স্বাক্ষর করেছেন।


----

Related Contents