৪০০ কোটি ইউরো ব্যয়ে নবনির্মিত প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ তৈরী হলো ইউনূসের দর্শনের ভিত্তিতে । স্বাক্ষর করলেন মিলান শীতকালীন অলিম্পিক ২০২৬-এর জন্য নতুন চুক্তিতে

4th June, 2023

৪০০ কোটি ইউরো ব্যয়ে নবনির্মিত প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ তৈরী হলো ইউনূসের দর্শনের ভিত্তিতে । স্বাক্ষর করলেন মিলান শীতকালীন অলিম্পিক ২০২৬-এর জন্য নতুন চুক্তিতে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (  ০৪ জুন, ২০২৩ )

 

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর ১০ দিন ব্যাপী ইউরোপ সফর শেষ করলেন। তাঁর সফরে অন্তর্ভূক্ত ছিল জার্মানী, ইটালী ও ফ্রান্সে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক, অনেকগুলি চুক্তি স্বাক্ষর এবং কয়েকটি স্থানে বক্তৃতা। জার্মানীর ডুসেলডর্ফ ও বীজবাডেন, ইটালীর ট্রেনটো ও মিলান, এবং ফ্রান্সের প্যারিসে তাঁর এই সফরগুলি অনুষ্ঠিত হয়।

 

তাঁর এই সফরের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল Paris ESS (Economy, Social, Solidarity) 2024 এবং Solideo-এর আমন্ত্রণে প্যারিস ভ্রমণ। প্যারিস ২০২৪ অলিম্পিক কমিটি কর্তৃক এই দুটি প্রতিষ্ঠানকে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসকে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার আদর্শে ইতিহাসের সবচেয়ে টেকসই অলিম্পিক গেমসে পরিণত করার দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য যে, প্যারিস  অলিম্পিক সাংগঠনিক টীম এই অলিম্পিকের মূলমন্ত্র কী হবে সে বিষয়ে পরামর্শ দেবার জন্য ২০১৭ সালে প্রফেসর ইউনূসকে সেখানে আমন্ত্রণ জানায়। পরবর্তীতে প্যারিস অলিম্পিক টীমের সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানান হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁ, প্যারিসের মেয়র অ্যান হিদালগো ও প্রফেসর ইউনূসকে নিয়ে গঠিত এই টীম লুজান-এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিকট প্যারিস অলিম্পিক এর মূলসুর তুলে ধরে। তখন থেকেই প্রফেসর ইউনূস এই মূলসুর বাস্তবায়নে সাংগঠনিক কমিটিকে পরামর্শ দিয়ে আসছেন।

 

প্যারিস অলিম্পিকের সামাজিক ও টেকসই অভিঘাত নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত এই টীম একটি বিস্তারিত  প্রতিবেদন প্রফেসর ইউনূসের নিকট তুলে ধরে যেখানে প্যারিস অলিম্পিকের মোট উপকরণ সংগ্রহের একটি উল্লেখযোগ্য অংশ - প্রায় ২০ শতাংশ সংগ্রহে ৪০০টি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে।

 

এরপর প্রফেসর ইউনূসকে অলিম্পিক ভিলেজ সাইট পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। তাঁকে এই ভিলেজের সকল নির্মাণকাজ ঘুরিয়ে দেখানো হয় যা তাঁর পরামর্শ ও রূপকল্প অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। অলিম্পিক ভিলেজের সকল নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সলিদেও খেলোয়াড়দের জন্য কী কী আয়োজন করা হয়েছে তা প্রফেসর ইউনূসের নিকট উপস্থাপন করে। সলিদেও কর্মকর্তারা জানান যে, প্যারিস অলিম্পিককে সামাজিক ও টেকসই করতে নতুন স্পোর্টিং ভেন্যু নির্মাণের পরিবর্তে বিদ্যমান কাঠামোগুলিকে সংস্কার ও ব্যবহারোপযোগী করা হচ্ছে যাতে নিম্ন আয়ের কমিউনিটিগুলি এবং ছাত্ররা পরবর্তীতে এগুলি বাসস্থান হিসেবে ব্যবহার করতে পারে - খেলোয়াড়রা এগুলি কেবল অলিম্পিক গেমস চলাকালে সাময়িকভাবে ব্যবহার করবে। অলিম্পিক ভিলেজকে নদীর অপর পাড়ে সম্প্রসারিত করতে এরই মধ্যে একটি সেতু নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য যে, অলিম্পিক ভিলেজ তৈরী করা হয়েছে প্যারিস শহরের সন্নিকটে অবস্থিত নিম্ন-আয়ের শহরতলী সেন্ট ডেনিস-এ। প্রফেসর ইউনূসকে এই অপরূপ গ্রামটি ও এর সবুজ এলাকাগুলি ঘুরিয়ে দেখান হয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে যোগদান করতে আসা খেলোয়াড়রা অবস্থান করবেন। পুরো নির্মাণ প্রকল্পটি ১ মার্চ ২০২৪ তারিখে প্যারিস ২০২৪ অলিম্পিক কমিটির নিকট হস্থান্তর করা হবে।

 

ইএসএস ২০২৪ ও সলিদেও প্যারিস ২০২৪ অলিম্পিক প্রস্তুতির বিভিন্ন পর্বে প্রফেসর ইউনূসের পরামর্শ ও মতাদর্শ নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ তাঁর সামনে তুলে ধরে।

 

প্যারিসের একটি অবহেলিত এলাকার মাঝখানে একটি ৪০০ কোটি ইউরোর স্বপ্নের প্রকল্পের নির্মাণকাজ  বাস্তবায়নের অভূতপূর্ব কর্মযজ্ঞ দেখে প্রফেসর ইউনূস অভিভূত হয়ে পড়েন।

 

তাঁর সফরের শুরুর দিকে প্রফেসর ইউনূসকে মিলানে আমন্ত্রণ জানান হয় যেখানে তিনি মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এর আয়োজক টীমের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন এবং শীতকালীন অলিম্পিক ২০২৬ এর জন্য তাঁদের সাথে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রফেসর ইউনূস কর্তৃক প্রণীত নকশায় প্যারিস ২০২৪ অলিম্পিকের অনুসরণে মিলানও তাদের অলিম্পিককে একটি সামাজিক ব্যবসা অলিম্পিকে পরিণত করতে চায়। তারা তাদের শীতকালীন অলিম্পিককে টেকসই করার লক্ষ্যে এবং এর টেকসই উত্তরাধিকার ও অভিঘাত নিশ্চিত করতে এর নির্মাণ ও উপকরণ সংগ্রহের পদ্ধতিগুলি প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার নীতির উপর ভিত্তি করে গড়ে তোলার পরিকল্পনা করছে। প্রফেসর ইউনূস ২০২৬ অলিম্পিকের নির্বাহী বোর্ডের সাথে একটি সভায়ও অংশ নেন। এছাড়াও তিনি মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এর আয়োজক কমিটির প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া ভেরনিয়ের এর নেতৃত্বে কমিটির শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন এবং শীতকালীন অলিম্পিকটির আয়োজনের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে শীতকালীন অলিম্পিক ২০২৬ এর আয়োজক কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন। তিনি প্যারিস ভিত্তিক ইউনূস সংগঠন “ইউনূস স্পোর্টস হাব”-কে এ বিষয়ে নিয়মিত বুদ্ধি-পরামর্শ দিতে এবং প্যারিসের ইএসএস ২০২৪ এর অভিজ্ঞতাসমূহ তাদের সাথে শেয়ার করতে দায়িত্ব প্রদান করেন।

 

এরপর প্রফেসর ইউনূস অলিম্পিক আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক ব্যবসা উদ্যোক্তা সহ প্রায় ২০০ জন ব্যক্তির সাথে এক বৈঠকে অংশগ্রহণ করেন। মিলানে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের জন্য উপকরণ সংগ্রহ প্রক্রিয়ার সাথে যুক্ত সম্ভাব্য এই ব্যক্তিদের নিকট তিনি মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬-কে একটি সামাজিক ব্যবসা অলিম্পিকে পরিণত করতে তাঁর রূপকল্প ব্যাখ্যা করেন।

ছবির ক্যাপশন-১: সলিদেও টীম প্রফেসর ইউনূসের নিকট প্যারিস ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের জন্য অলিম্পিক ভিলেজের নির্মাণ পরিকল্পনা এবং এর নির্মাণের টেকসই অভিঘাত ব্যাখ্যা করছে।

ছবির ক্যাপশন-২: অলিম্পিক ভিলেজ সাইটে ভিলেজের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করছেন প্রফেসর ইউনূস ও প্যারিস অলিম্পিক টীম।

ছবির ক্যাপশন-৩: প্যারিস অলিম্পিক ২০২৪ এর জন্য অলিম্পিক ভিলেজের নির্মাণ পরিকল্পনা পর্যালোচনা করছেন প্রফেসর ইউনূস ও অলিম্পিক টীম।

ছবির ক্যাপশন-৪: ইউনূস স্পোর্টস হাব -র পক্ষে প্রফেসর ইউনূস এবং মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬-এর আয়োজক কমিটির পক্ষে এর প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া ভেরনিয়ের এই অলিম্পিককে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার দর্শনের ভিত্তিতে আয়োজন করতে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ছবির ক্যাপশন-৫: ২৯ মে ২০২৩ ইটালীর মিলানে মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬-এর আয়োজক কমিটির প্রধান নির্বাহী অ্যান্ড্রিয়া ভেরনিয়ের ও তাঁর টীমের সদস্যদের নিকট প্রফেসর ইউনূস তাঁর সামাজিক ব্যবসা অলিম্পিকের রূপকল্প ব্যাখ্যা করছেন।

ছবির ক্যাপশন-৬: মিলানে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের জন্য উপকরণ সংগ্রহ প্রক্রিয়ার সাথে যুক্ত সম্ভাব্য অলিম্পিক আয়োজক টীমের সদস্য এবং বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক ব্যবসা উদ্যোক্তা সহ প্রায় ২০০ জন ব্যক্তির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রফেসর ইউনূস।  


সমাপ্ত

Related Contents