রিও-তে অলিম্পিক কমিটির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন প্রফেসর ইউনূস
নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ৩ আগষ্ট ২০১৬ রিও ডি জেনিরোর ওশেনিকো কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিলেন। তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং পৃথিবীর বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অলিম্পিকস ও খেলাধুলার একসঙ্গে কাজ করে যাওয়া বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর বাইরে থেকে যাওয়া মানুষদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন।
সেশনে পৃথিবীর বিভিন্ন দেশের অলিম্পিক কমিটিগুলোর দুই শতাধিক প্রেসিডেন্ট ও তাঁদের অতিথিরা যোগদান করেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জনাব টমাস বাখের সঞ্চালনায় পরিচালিত এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের মহামান্য প্রিন্সেস অ্যান, মোনাকোর মহামান্য প্রিন্স অ্যালবার্ট এবং ডেনমার্কের মহামান্য ক্রাউন প্রিন্স লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক।
প্রফেসর ইউনূস অনুষ্ঠানে ৪৫ মিনিট বক্তৃতা দেন। এরপর ছিল প্রশ্নোত্তর সেশন। কমিটির ১৫ জন সদস্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সামাজিক অভিমুখীনতার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নগুলোর মধ্যে ছিলো অলিম্পিক গেম্সের আয়োজক হতে আগ্রহী শহরগুলোর কী কী করা উচিত, প্রতিটি শহরে অলিম্পিকের ধারাবাহিকতা কী হবে, সামাজিক ব্যবসা কীভাবে অপরাধ সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবেলা করবে, অবসর গ্রহণকারী অলিম্পিক অ্যাথলেটরা কী করবে ইত্যাদি। প্রশ্নোত্তর পর্বের জন্য ১৫ মিনিট বরাদ্দ থাকলেও তা প্রায় ৪০ মিনিটে গড়ায়। অলিম্পিক প্রেসিডেন্ট জনাব টমাস বাখ হাস্যচ্ছলে বলেন যে, তিনি যদি সব প্রশ্ন করার সুযোগ দেন তাহলে ৫ আগষ্টের নির্ধারিত অলিম্পিকের উদ্বোধনী পর্বটিকে বিলম্বিত করতে হবে!
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েব সাইটে সেশনটি সরাসরি সম্প্রচার করা হয় এবং প্রশ্নোত্তর পর্বের লিংকটিকে অলিম্পিক কমিটির ইউটিউবে শেয়ার করা হয়।
https://www.youtube.com/watch?v=0cWUpxwlyz4&feature=youtu.be
তাঁর অলিম্পিক ভাষণের পর প্রফেসর ইউনূসকে ২০২৪ অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী শহরগুলোর মেয়রদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। প্যারিসের মেয়র অ্যান হিদালগো ছাড়াও এঁদের মধ্যে ছিলেন লস এঞ্জেলেস, বুদাপেষ্ট ও রোমের মেয়রগণ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জনাব টমাস বাখ ৩ আগষ্ট অলিম্পিক ভিলেজে অনুষ্ঠেয় রিফিউজি অ্যাথলেট দলের স্বাগত অনুষ্ঠানে যোগদানের জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য যে, রিফিউজি অ্যাথলেটরা এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসে যোগদান করছে। তাদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে এবং তারা অলিম্পিক মশাল বহন করবে।
৪ আগষ্ট প্রফেসর ইউনূস অন্যান্য সেলিব্রিটিদের সাথে মশাল বহনকারী হিসেবে মশাল রিলেতে অংশ নেবেন। ৫ আগষ্ট সন্ধায় অলিম্পিকের অফিসিয়াল উদ্বোধনীর পূর্বে এটাই হবে রিও ২০১৬ অলিম্পিকের মশাল রিলে-র শেষ পর্ব।
ইউনূস সেন্টার “মুহাম্মদ ইউনূস” ও “ইউনূস সেন্টার” ফেসবুক পেজে মশাল রিলে থেকে লাইভ ভিডিও ফুটেজ পোস্ট করবে যা আগ্রহীরা শেয়ার করতে পারেন
ছবির ক্যাপশন-১ঃ ৩ আগষ্ট ২০১৬ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে ভাষণ দিচ্ছেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ।
ছবির ক্যাপশন-২ঃ রিও ২০১৬ অলিম্পিকে যোগদানকারী রিফিউজি অলিম্পিক দলের অ্যাথলেটদের স্বাগত অনুষ্ঠানের পর অলিম্পিক ভিলেজে তাদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ছবির ক্যাপশন-৩ঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৯তম সেশনে তাঁর ভাষণের পূর্বে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে গেস্ট অব অনার হিসেবে অভ্যর্থনা জানাচ্ছেন অলিম্পিক প্রেসিডেন্ট জনাব টমাস বাখ। প্রফেসর ইউনূস এই সেশনে মূল অলিম্পিক বক্তব্য প্রদান করেন।
ছবির ক্যাপশন-৪ঃ ৩ আগষ্ট সন্ধায় অলিম্পিক ভিলেজে রিফিউজি অলিম্পিক টিমসহ ৬টি জাতীয় দলকে অভ্যর্থনা প্রদানকারী নৃত্য দলের সদস্যদের সাথে প্রফেসর মুহাম্মদ ইউনূস।
Source: Yunus Centre
Updated Date: 8th March, 2017