সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে রোমে খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলন

ইউনূস সেন্টার প্রেস রিলিজ ( রোম, ১০ মে ২০১৬):

 

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত “সোশ্যাল বিজনেস ফর জিরো হাঙ্গার” শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বিশ্ব ব্যাপী ক্ষুধাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সামাজিক ব্যবসার ভূমিকা আলোচনার জন্য খাদ্য শিল্পের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের একত্রিত করতে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক এই অনুষ্ঠানের আয়োজন করেন। মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো এই উপলক্ষে প্রদত্ত তাঁর বক্তব্যে সামাজিক ব্যবসা ক্ষুধা নির্মূল করতে কী ভূমিকা পালন করতে পারে তার উপর আলোকপাত করেন। প্রফেসর ইউনূস সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন যে, সামনের বছরগুলোতে খাদ্য নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। সকলের জন্য খাদ্য নিশ্চিত করাই শুধু নয়, সকলের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক ব্যবসার মাধ্যমে ও খাদ্য কোম্পানীগুলোর সহযোগিতায় গ্রামের তরুণ-তরুণীদের উদ্যোক্তায় রূপান্তরিত করার উপায় খুঁজে বের করতে হবে। সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামের অর্থনীতিকে কৃষি-ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে তরুণদের বহির্গমন কমিয়ে আনতে ও একেবারে বন্ধ করা যেতে পারে।

ইতালীর কৃষি মন্ত্রী মৌরিজিও মারতিনা, ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ-এর ভাইস প্রেসিডেন্ট মারিয়া সেরেনি এবং ইতালিয়ান কৃষক ফেডারেশনের সভাপতি দিনো স্কানাভিনো সমাবেশে বক্তৃতা করেন এবং বিশ্ব থেকে ক্ষুধা নির্মূল করতে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। উদ্বোধনী সেশনের পর সামাজিক ব্যবসার উপর উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রথম প্যানেলটি ছিল সামাজিক ব্যবসার মাধ্যমে ক্ষুধাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে খাদ্য শিল্পের ভূমিকা বিষয়ক। এই প্যানেলে ছিলেন ইতালীর নেতৃস্থানীয় খাদ্য কোম্পানী ফেররেরোর প্রেসিডেন্ট, ম্যাককেইন ইউরোপের প্রধান নির্বাহী, র্মাস কোম্পানীর উর্ধ্বতন উপদেষ্টা এবং প্রফেসর ইউনূস। প্যানেলটি সঞ্চালনা করেন খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর অব পার্টনারশীপ মার্সেলা ভিল্লারিয়াল। দ্বিতীয় প্যানেলটির বিষয়বস্তু ছিল ‘শূন্য ক্ষুধা’র লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে ব্যাংকগুলো কী ভূমিকা পালন করতে পারে। এই প্যানেলে বক্তব্য রাখেন মাস্টারকার্ড, নেদারল্যান্ডসের রাবোব্যাংক, গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল এবং অন্যান্য ইউরোপিয়ান ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীগণ। প্রফেসর ইউনূস ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় সামাজিক ব্যবসার সাথে ইতোমধ্যে যুক্ত বিভিন্ন কোম্পানীর উদারহরণ তুলে ধরেন।

সন্ধায় আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা (আইডিএলও)-র মহাসচিব আইরিন খান প্রফেসর ইউনূসের সম্মানে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে যোগ দেন ইতালিয়ান সিনেট ফরেন রিলেশান্স কমিটির চেয়ারম্যান এবং ইতালী সরকারের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারী অব স্টেট। প্রফেসর ইউনূস অনুষ্ঠানে দরিদ্র মানুষের প্রয়োজনকে সামনে রেখে বিশ্ব ব্যাপী আইনের পরিবর্তনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

ছবির ক্যাপশন-১ঃ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত “সোশ্যাল বিজসেন ফর জিরো হাঙ্গার” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য প্রদান করেন। খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক মিঃ হোসে গ্রাজিয়ানো এবং ইতালীর কৃষি, খাদ্য ও বন বিষয়ক মন্ত্রী মিঃ মৌরিজিয়া মার্তিনাকেও অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের সাথে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশন-২ঃ (বাম থেকে ডানে) জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক মিঃ হোসে গ্রাজিয়ানো, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ-এর ভাইস প্রেসিডেন্ট মিস মারিয়া সেরেনি।

ছবির ক্যাপশন-৩ঃ (বাম থেকে ডানে) ইতালীর কৃষি, খাদ্য ও বন বিষয়ক মন্ত্রী মিঃ মৌরিজিয়া মার্তিনা, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ইতালিয়ান পার্লামেন্টের চেম্বার অব ডেপুটিজ-এর ভাইস প্রেসিডেন্ট মিস মারিয়া সেরেনি।

-----------------------------------------------



Source Link:

Source: Yunus Centre

Updated Date: 8th March, 2017

Related Publications