“গোটা জাতি আবদুল্লাহ’র জন্য গর্ব করতে পারে”ঃ ইউনূস

ইউনূস সেন্টার প্রেস রিলিজ ( ৯ আগস্ট ২০১৬):

 


নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডের প্রতিযোগী বাংলাদেশের আবদুল্লাহিল বাকীকে উৎসাহ দিতে গিয়েছিলেন। ৬০ শটের শুরুর দিকে আবদুল্লাহ’র পারফরমেন্স ছিল সেরাদের মধ্যে। সকল প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৪র্থ। বাংলাদেশী সমর্থকরা আশাবাদী ছিল যে আবদুল্লাহ সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবে। শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও আবদুল্লাহ শ্যুটিংয়ে নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিল। গোটা জাতি তার পারফরমেন্সের জন্য গর্ব করতে পারে।

প্রফেসর ইউনূস ও ডিওডোরো অলিম্পিক শ্যুটিং পার্কে উপস্থিত অন্যান্য বাংলাদেশী সমর্থকরা কোয়ালিফাইং রাউন্ড শেষ হবার পর পরই আবদুল্লাহ-কে অভিনন্দন জানান।


ছবির ক্যাপশন-১ঃ বাংলাদেশ অলিম্পিক টিমের সদস্যদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।


ছবির ক্যাপশন-২ঃ বাংলাদেশী শ্যুটার আবদুল্লাহিল বাকীর সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। রিও অলিম্পিকে আবদুল্লাহ-র ইভেন্ট চলাকালীন তাকে উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন প্রফেসর ইউনূস। 

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 8th March, 2017

Related Publications