অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ও ড. ইউনূসের সাক্ষাৎ
ইউনূস সেন্টার প্রেস রিলিজ(২৯ নভেম্বর ২০১৬):
ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও আজ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
অন্ধ্র প্রদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা এবং ফেব্রুয়ারী ১০-১২, ২০১৭ অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের (National Women’s Parliament)অধিবেশনে ভাষণ দেবার জন্য প্রফেসর ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে ড. রাও-এর এই ঢাকা সফর। এই অধিবেশনের বিষয়বস্তু হচ্ছে “জাতি গঠনে নারীর ক্ষমতায়ন।”
কমনওয়েল্থ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশন ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের সহায়তায় অন্ধ্র প্রদেশের আইনসভা এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতীয় পার্লামেন্টের সকল মহিলা সাংসদ, ভারতের সকল রাজ্যের আইনসভার মহিলা সদস্যবৃন্দ এবং ভারতের বিভিন্ন এলাকার উচ্চ শিক্ষা গ্রহণরত ১০ হাজার উজ্জীবিত ছাত্রী এতে অংশগ্রহণ করবেন। নবগঠিত রাজ্য তেলেংগানায় অন্ধ্র প্রদেশের পুরোন রাজধানী হায়দেরাবাদ স্থানান্তরের পর অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রফেসর ইউনূস ৫ জানুয়ারী ২০১৭ অন্ধ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক উক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সামাজিক ব্যবসার উপর একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
ছবির ক্যাপশন-১ঃ ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও ২৯ নভেম্বর ২০১৬ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাঁকে ১০-১২ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা ও অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের (National Women’s Parliament) অধিবেশনে ভাষণ দিতে অনুরোধ করেন।
ছবির ক্যাপশন-২ঃ (বাম থেকে ডানে) ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, এবং ১০-১২ ফেব্রুয়ারী ২০১৭ তারিখে রাজনৈতিক নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা ও অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী অমরাবতীতে অনুষ্ঠেয় জাতীয় নারী সংসদের সহ-আয়োজক এবং পূনের এমআইটি স্কুল অব গভর্ণমেন্ট-এর ডীন ও প্রতিষ্ঠাতা জনাব রাহুল ভি, করদ।
প্রদেশের আইনসভার স্পীকার ড. কোদেলা শিব প্রদাস রাও ২৯ নভেম্বর ২০১৬ ঢাকাস্থ ইউনূস সেন্টারে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017