111 ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত: তাইয়ানের বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্
ইউনূস সেন্টার প্রেস রিলিজ(১৯ ডিসেম্বর ২০১৬):
ইউনূস সেন্টার আয়োজিত ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব ১৯ ডিসেম্বর ২০১৬ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। আফগানিস্তান, ব্রাজিল, অষ্ট্রিয়া ও ইতালীসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।
আজকের ডিজাইন ল্যাবে ৬টি নতুন “নবীন উদ্যোক্তা” ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তান। উপস্থাপিত ব্যবসাগুলোর মধ্যে ছিল কৃষি লেবু চাষ প্রকল্প, খুচরা রেডিমেড কাপড়ের স্টোর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা, কৃষি-যন্ত্র নির্মাণ যেমন ধান মাড়াই যন্ত্র ইত্যাদি।
দুই সন্তানের জননী মিস রাবেয়া বেগম (সীমা) তাঁর ভিলেজ মাল্টিমিডিয়া সেন্টার সম্প্রসারণের জন্য তাঁর ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। তাঁর নিজ এলাকার নারীদের কাছে উদ্যোক্তা হিসেবে সুপরিচিত একজন রোল মডেল রাবেয়া বেগম একজন তরুণ আইসিটি ব্যবসায়ী হিসেবে নিজেকে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি তাঁর ব্যবসাটিকে আরো বড় করতে চান এবং বর্তমান প্রিন্টিং, টাইপিং, স্ক্যানিং, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি সেবা ছাড়াও প্রযুক্তি সম্পর্কিত নতুন নতুন সেবা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে চান।
নবীন উদ্যোক্তাদের একজন মোঃ তারেক কৃষিকে পেশা হিসেবে নিয়েছেন যা তিনি যতেœর সাথে করে যাচ্ছেন। লেবু চাষের আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে তিনি অবহিত এবং তিনি তাঁর স্থাপিত একটি ছোট আকারের লেবু খামারে বিভিন্ন জাতের লেবু চাষ করছেন। তিনি তাঁর খামার “তারেক লেবু বাগান”-কে সামাজিক ব্যবসা তহবিল থেকে গৃহীত মূলধনী বিনিয়োগের দ্বারা সম্প্রসারিত করতে চান। মোঃ নাজমুল হক চৌধুরী তাঁর খুচরা রেডিমেড কাপড়ের দোকান “অনা ফ্যাশন”-কে সম্প্রসারিত করতে তাঁর ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। মোঃ ফয়সল হোসেন, যিনি বিভিন্ন ধরনের কাপড়ের ব্যাগ তৈরীতে দক্ষ, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান “মোসার্স রাব্বি ট্রেডার্স”-এ সামাজিক ব্যবসা তহবিল থেকে বিনিয়োগ চান।
মোঃ আব্দুল মালেক ডিজাইন ল্যাবে তাঁর ব্যবসা “মাহিয়া গার্মেন্টস”-এর জন্য তাঁর পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি তাঁর বাড়ীর আঙ্গিনায় স্থাপিত কারখানায় অনবদ্য সব স্টাইলের কাপড় প্রস্তুত করেন এবং সামাজিক ব্যবসার তহবিল পেলে তাঁর দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ব্যবসাটিকে লাভজনকভাবে সম্প্রসারিত করতে পারবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। মোঃ আরিফুল ইসলাম লাভজনকভাবে ধান মাড়াই যন্ত্র উৎপাদনের উদ্দেশ্যে তাঁর ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। তিনি তাঁর ব্যবসা “শফিকুল সাইকেল স্টোর (ধান মাড়াই যন্ত্র প্রস্তুতকারক)”-এর জন্য বিনিয়োগের আবেদন করেন। মূলধনী বিনিয়োগ নিয়ে তিনি নতুন কিছু চাকরী সৃষ্টি করার পরিকল্পনা করছেন।
নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলো বিশদ উপস্থাপনা করা হয় এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর প্রকল্পগুলো অধিকতর পর্যালোচনার জন্য দলীয় পর্যায়ে উপস্থাপনা করা হয়। উপস্থাপিত প্রতিটি প্রকল্পই স্ব-স্ব দল কর্তৃক অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গ্রামীণের সামাজিক ব্যবসা তহবিলের সাথে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলোwww.socialbusinesspedia.com –এ মনিটর করা হবে।
জানুয়ারী ২০১৩-এ ডিজাইন ল্যাব শুরু হবার গত ৪৩৬তম ল্যাব পর্যন্ত ১০,৮৯৯টির বেশী প্রকল্প ডিজাইন ল্যাবে উপস্থাপন করা হয়েছে যাদের মধ্যে ১০,৮৭৪টি প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। এসকল নবীন উদ্যোক্তা প্রকল্পে অনুমোদিত ইক্যুইটি ফান্ডের পরিমাণ প্রকল্প প্রতি ১.০ থেকে ৫.০ লক্ষ টাকা।
আজকের ডিজাইন ল্যাবে ইউনূস সেন্টার, বাংলাদেশের সাথে তাইওয়ানের চ্যাং জুং ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির মধ্যে স্কাইপি কনফারেন্সের মাধ্যমে উক্ত বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসার ধারণা প্রসারিত করার উদ্দেশ্যে একটি “ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র” প্রতিষ্ঠা করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চ্যাং জুং ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জনাব ইয়ুং-লুং লী এবং নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ভিডির কনফারেন্সের সময়ে তাইওয়ানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাইওয়ান সামাজিক ব্যবসা তহবিলের পক্ষে জনাব ওয়াং জুনো ও জনাব ফিলিপ্পা সাই। নব প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি সহ বিশ্বজুড়ে এখন ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৩২-এ।
প্রফেসর ইউনূস ডিজাইন ল্যাবে যোগদানের জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ১২ জানুয়ারী ২০১৭ তারিখে অনুষ্ঠেয় পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে যোগদান করতে তাঁদের আমন্ত্রণ জানান।
ছবির ক্যাপশন-১: ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদেরকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে। ইউনূস সেন্টারের আয়োজনে ১৯ ডিসেম্বর ২০১৬ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে এই ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশন-২: ইউনূস সেন্টারের আয়োজনে ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে অংশগ্রহণকারীদেরকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ছবিতে দেখা যাচ্ছে। ইউনূস সেন্টারের আয়োজনে ১৯ ডিসেম্বর ২০১৬ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017