x ভূবনেশ্বরের কলিংগ সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউটে ২৫ হাজার আদিবাসী শিশু অভ্যর্থনা জানালো প্রফে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ(৯ জানুয়ারী ২০১৭):

 

৯ জানুয়ারী ২০১৭ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বরেঅবস্থিত কলিংগ সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউট (Kalinga Institute of Social Science – KISS) পরিদর্শন করেন। KISS সমগ্র ভারতে একটি অনবদ্য প্রতিষ্ঠান যেখানে উড়িষ্যা ও পাশ্ববর্তী রাজ্যেরবিভিন্ন আদিবাসী জাতির ২৫,০০০ সুবিধাবঞ্চিত শিশু আধুনিক আবাসিক স্কুল ও কলেজ শিক্ষা পাচ্ছে।এই শিশুরা একেবারে অল্প বয়সে প্রাক-প্রাথমিক পর্যায়ে এখানে আসে এবং কলেজ শিক্ষা শেষ না হওয়াপর্যন্ত এখানে অবস্থান করে। ঝরে পড়ার হার শূন্য। প্রফেসর ইউনূসের আগমন উপলক্ষে প্রতিষ্ঠানটিএকটি বিশাল আয়োাজন করে। কলিংগ সামাজিক বিজ্ঞান ইনস্টিটিউট ও কলিংগ শিল্প প্রযুক্তিইনস্টিটিউট Kalinga Institute Industrial Technology – KIIT) – এই দু’টি সহযোগী প্রতিষ্ঠান নগরীরএকটি বড় এলাকা জুড়ে অবস্থিত যেখানো আরো রয়েছে একটি বিখ্যাত বেসরকারী বিশ্ববিদ্যালয়, একটিমেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি খ্যাতনামা আন্তর্জাতিক স্কুল। প্রফেসর ইউনূসের ছবিসম্বলিত ফেস্টুনসহ পুরো এলাকাটি উৎসবের সাজে সজ্জিত ছিল। KISS ও KIIT উভয়ের প্রতিষ্ঠাতা ড.অচ্যুত সামন্ত প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান এবং ৫৫০ জন বিদেশী ছাত্রসহ ৩০,০০০ ছাত্রসম্বলিত KIIT এর বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। উড়িষ্যা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এটি।

 

 

প্রফেসর ইউনূসের KISS সফর ছিল একটি জাঁকজমকপূর্ণ ঘটনা। বিভিন্ন বয়সী ২৫,০০০ আদিবাসী শিশুতাঁকে বাদ্য বাজিয়ে, গার্ড অব অনার দিয়ে এবং বিভিন্ন উপজাতি নৃত্য-গীত সহকারে সম্মেলন কক্ষেনিয়ে যায়। ড. সামন্ত প্রফেসর ইউনূসকে ৮ হাজার সিনিয়র ছাত্রীর নিকট পরিচয় করিয়ে দেন এবংনারীর ক্ষমতায়নে প্রফেসর ইউনূসের অসামান্য অবদানের কথা তাদের কাছে বর্ণনা করেন।

 

প্রফেসর ইউনূস তাঁর বক্তৃতায় বাংলাদেশ সম্পর্কে, গ্রামীণ পরিবারের সন্তানদের সম্পর্কে এবং এসবপরিবারের জন্য তাঁর কাজ সম্পর্কে কথা বলেন। তিনি ছাত্রীদেরকে KISS থেকে তারা যে সুবিধা পাচ্ছে তাভালভাবে কাজে লাগাতে উৎসাহ দেন এবং তাদের নিজেদের ভেতরকার প্রবল শক্তির কথা তাদের স্মরণকরিয়ে দেন। তিনি তাঁর বক্তৃতায় ইংরেজী ও বাংলা উভয় ভাষাই ব্যাবহার করেন কেননা এখানেছাত্রীদেরকে ইংরেজী ভাষা ভালভাবে শেখানো হয় এবং উড়িয়া ভাষার সাথে বাংলা ভাষার বেশ সাদৃশ্যরয়েছে যদিও বিভিন্ন আদিবাসী জাতির নিজ নিজ মাতৃভাষা রয়েছে। ছাত্রীরা খুব উৎফুল্লভাবে তাঁরবক্তৃতায় সাড়া দেয়।

 

প্রতিষ্ঠাতা ড. সামন্ত এই এলাকার আদিবাসী মানুষদের বিভিন্ন সমস্যার কথা এবং এখানকার বিভিন্নসুবিধাদি গড়ে তোলায় তাঁর দীর্ঘ প্রচেষ্টার কথা প্রফেসর ইউনূসের কাছে তুলে ধরেন। তিনি তাঁর লক্ষ্যঅর্জনে প্রফেসর ইউনূসের সমর্থন ও দিক-নির্দেশনা কামনা করেন।

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications