মুহাম্মদ ইউনূস কনকর্ডিয়া লিডারশীপ এ্যওয়ার্ডে ভূষিত

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (22 সেপ্টেম্বর 2016):


নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস, 20 সেপ্টেম্বর 2016 রোজ মংগলবার কনকর্ডিয়া লিডারশীপ  এ্যওয়ার্ডে ভূষিত হয়েছেন । নিউইয়র্কে অনুষ্ঠিত লিডারশীপ সামিটের দ্বিতীয় দিনে তাকে আনুষ্ঠানিকভাবে এই সন্মাননা প্রদান করা হয় । নিউইয়র্কে একটি  স্থানীয়  একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত একটি ডিনারে তাকে এই সন্মাননা তুলে দেওয়া হয় ।

 

কনকর্ডিয়া লিডারশীপ এ্যওয়ার্ডে-2016 সরকারি,  বেসরকারি এবং অ-লাভজনক খাতে যে সকল আন্তজার্তিক নেতৃবৃন্দ তাদের ভিষণ কে বাস্তবে পরিণত করার মাধ্যমে অন্যদের জন্য প্রেরণা হিসেবে কাজ করেন তাদেরকে প্রদান করা হচ্ছে। একটি অধিক সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যত নির্মাণে সরকারি ও বেসরকারি সহযোগীতায় পৃথিবীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব নেতাদের  এই সন্মাননা প্রদান করা হয় ।

 

কনকর্ডিয়া শীর্ষ সম্মেলনে বিশ্বের নেতৃস্থানীয় ব্যবসায়ী, সরকারি ও অলাভজনক খাতের নেতৃবৃন্দরা যারা সমাজের পরিবর্তনে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে পারেন তারা সমবেত। পৃথিবীর সবচেয়ে জরুরী সমস্যাগুলো মোকাবেলায় সহযোগিতার বিভিন্ন উপায় চিহ্নিত করতে চিন্তাশীল নেতৃবৃন্দ ও উদ্ভাবক এই ফোরামে অংশগ্রহণ নেন । এই বৎসরের সামিটের বক্তাদের মধ্যে ছিলেন ওয়ারেন বাফেট, বার্কশায়ার হ্যাথাওয়ে, ম্যাডেলেইন অলব্রাইট, ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট ,জর্জ সরোস, সরোস ফান্ড ম্যানেজমেন্ট এন্ড ওপেন সোসাইটি ফাউন্ডেশন

কনকর্ডিয়া একটি লেডারশীপ কাউন্সিল নামে পরিচালিত যার সদস্য পৃথিবীর প্রাক্তন রাষ্ট্র প্রধান, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং নীতি বিশেষজ্ঞগণ যাদের সরকার ও  ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় সর্বক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। কৌশলগত দিক নির্দেশনা প্রদান করে কমিউনিটিকে সস্প!সরণ করে এবং বিভিন্ন কর্মসূচীকে দিক নির্দেশনা দিয়ে এই লেডারশীপ কাউন্সিল ক্রমবর্ধমান সংগঠন সমূহের সকল বিষয়ে অবদান রেখে থাকে। লেডারশীপ কাউন্সিলে যারা জড়িত রয়েছেন  জোসে মারিয়া আজনার লোপেজ, স্পেইনের প্রাক্তন প্রেসিডেন্ট, ফেলিপে কেলডেরন হিনজোসা,  প্রাক্তন মেক্সিকো প্রেসিডেন্ট, আলেক্সান্ডার কোয়াসনিয়েউস্কি,  পোলেন্ডের সাবেক প্রেসিডেন্টকেভিন রুড, অস্ট্রেলিয়ার সাবেক প্রাধনমন্ত্রী, ড: জ্যাকব এ ফ্র্যানকেল, চেয়ারম্যান,  যে পি মরগ্যান চেস ইন্টারন্যাশনাল  

 

 

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications