২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি নতুন ব্যবসা চালু

ইউনূস সেন্টার প্রেস রিলিজ ( ১৮ এপ্রিল ২০১৬):

ইউনূস সেন্টারের আয়োজনে অদ্য ১৮ এপ্রিল ২০১৬ সোমবার গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে ২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, বেলজিয়াম ও ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আগত বহু বিদেশী অভ্যাগতসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে আগত প্রায় ১২০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক “গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ”-র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জনাব ষ্টিভ হলিংওয়ার্থ এবং মালয়েশিয়ার শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের যুব সংগঠন “মাইহারাপান”-এর সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত ছিলেন মাইহারাপান কর্তৃক কুয়ালালামপুরে অনুষ্ঠিত সামাজিক ব্যবসা প্রতিযোগিতায় বিজয়ী  তিন জন।

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বলেন যে, জানুয়ারী ২০১৩-এ ল্যাব শুরু হবার পর এ পর্যন্ত ৪,৬৫৪টি প্রকল্প ডিজাইন ল্যাবে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।

আজকের ল্যাবে ৬টি নতুন “নবীন উদ্যোক্তা” ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর সবই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তানদের নবীন উদ্যোক্তা ব্যবসা। প্রথমেই তাঁর ব্যবসা উপস্থাপন করেন মিজানুর রহমান, যিনি নবাবগঞ্জে রঙীণ তাঁতের লুঙ্গি (সারং) তৈরী করেন। দ্বিতীয় উপস্থাপনাটি ছিল মোঃ মাসুদের, যিনি ফ্যাক্টরীর পরিত্যক্ত সুতা পুনঃপ্রক্রিয়াজাত করেন যা তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠান “মেসার্স আশরাফুল ট্রেডার্স”এর মধ্যেমে বিক্রি করেন। তৃতীয় উদ্যোক্তা মিস তাসলিমা তাঁর ষ্টেশনারী ব্যবসা “ভাই-বোন ষ্টেশনারী”র জন্য মূলধন চেয়ে তাঁর ব্যবসাটি উপস্থাপন করেন। উল্লেখ্য যে, তাসলিমা নওগাঁতে নিজেই তাঁর ব্যবসাটি চালিয়ে আসছেন যেখানে এ ধরনের ব্যবসা পরিচালনাকারী কোন মহিলা খুঁজে পাওয়া একান্ত দুষ্কর। এরপর যিনি তাঁর ব্যবসা উপস্থাপনা করেন তিনি শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মোঃ আমজাদ, যিনি তাঁর একটিমাত্র তাঁতে জামদানী শাড়ী বয়ন করেন এবং আরেকটি তাঁত কেনার জন্য মূলধন চান। উল্লেখ্য যে, আমজাদ শুধু খাবারের বিনিময়ে তাঁতে বুননকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রত্যাশিত মূলধন পেলে তিনি শাড়ী উৎপাদন মাসে দ্বিগুণ করতে পারবেন বলে জানান।  আরেকটি ব্যবসা পরিকল্পনা উপস্থাপনা করেন পরান সুর যিনি তাঁর শাঁখা (শঙ্খ থেকে তৈরী বিবাহিত হিন্দু মহিলাদের হাতে পরার বালা) তৈরীর ব্যবসা সম্প্রসারিত করতে বিনিয়োগের জন্য প্রস্তাবনা পেশ করেন। সর্বশেষ বিনিয়োগ প্রস্তাবনাটি উপস্থাপন করেন  শ্রীকান্ত কুমার গৌড়। তিনি তাঁর ফার্ম্মেসী “সুস্মিতা মেডিকেল হল” সম্প্রসারণের জন্য মূলধন চেয়ে প্রস্তাবনা পেশ করেন।

নবীন উদ্যোক্তারা প্রত্যেকেই প্রকল্প পরিকল্পনা, বাজারজাত পরিকল্পনা ও আতœ-নির্ভরতা পরিকল্পনা সহ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন। এরপর প্রকল্পগুলো নিয়ে দলীয়ভাবে বিশদ আলোচনা হয়। উপস্থাপিত সবগুলো প্রকল্পই অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গ্রামীণের সামাজিক ব্যবসা তহবিলের সাথে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলো সোশ্যাল বিজনেস পিডিয়ায় প্রতিবেদনের মাধ্যমে মনিটর করা হবে।

অধ্যাপক ইউনূস ৩০ মে ২০১৬ তারিখে অনুষ্ঠেয় পরবর্তী সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে যোগদানের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান। এছাড়াও তিনি ২৮-২৯ জুলাই ২০১৬ তারিখে ঢাকার অদুরে জিরাবো-তে নব নির্মিত “সামাজিক ব্যবসা কনভেনশন সেন্টারে” অনুষ্ঠেয় “সামাজিক ব্যবসা দিবসে” অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে আমন্ত্রণ জানান।



ছবির ক্যাপশন-১: ১৮ এপ্রিল  ২০১৬ তারিখ সোমবার অনুষ্ঠিত ২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি সামাজিক ব্যবসায়ে বিনিয়োগের ঘোষণা দেয়া হয়। গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের সন্তান নবীন উদ্যোক্তাদের ছবিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে। ছবিতে নবীন উদ্যোক্তা মিজানুর তাঁর তাঁতে তৈরী রঙীণ লুঙ্গি প্রদর্শণ করছেন।



ছবির ক্যাপশন-২: ১৮ এপ্রিল ২০১৬ সোমবার গ্রামীণ ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত ২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে অংশগ্রহণকারীদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।



ছবির ক্যাপশন-৩: ১৮ এপ্রিল ২০১৬ সোমবার অনুষ্ঠিত ২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তা মিজানুর নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের নিকট তাঁর নিজের প্রস্তুতকৃত ঐতিহ্যবাহী রঙীন লুঙ্গি তুলে ধরছেন।



ছবির ক্যাপশন-৪: শারীরিক প্রতিবন্ধী নবীন উদ্যোক্তা “আমজাদ জামদানী হাউস”-এর মোঃ আমজাদ ১৮ এপ্রিল ২০১৬ সোমবার অনুষ্ঠিত ২২৯শ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে উপস্থিত দর্শকদের নিকট  তাঁর  ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করছেন।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications