২৬২তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদের ব্যবসার সংখ্যা ৫ হাজারের মাইল ফলক অতিক্

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (৩০ মে ২০১৬):

ইউনূস সেন্টার আয়োজিত ২৬২তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে নবীন উদ্যোক্তাদের ব্যবসার সংখ্যা ৫,০০০ -এর মাইল ফলক অতিক্রম করলো। অদ্য ৩০ মে ২০১৬ সোমবার ইউনূস সেন্টারে এই ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। নবীন উদ্যোক্তা প্রকল্পে বিনিয়োগকারী চারটি প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নবীন উদ্যোক্তা প্রকল্পে বিনিয়োগের সংখ্যা আজ ২,০০০ ছাড়িয়ে গেল।

ভারত, ইতালী, কানাডা ও অন্যান্য দেশ থেকে আগত বহু বিদেশী অভ্যাগতসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে ১২০ জনেরও বেশী অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। কানাডার প্রখ্যাত কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অদ্যকার ডিজাইন ল্যাবে অংশ নেন যাঁরা বাংলাদেশের প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য “নবীন উদ্যোক্তা” জাতীয় কর্মসূচির সম্ভাবনা যাচাইয়ে আগ্রহী।

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। তিনি উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বলেন যে, জানুয়ারী ২০১৩-এ ল্যাব শুরু হবার পর এ পর্যন্ত ৫,৬৭৪টি প্রকল্প ডিজাইন ল্যাবে সামাজিক ব্যবসা তহবিল থেকে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে।

আজকের ডিজাইন ল্যাবে ৬টি নতুন “নবীন উদ্যোক্তা” ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সকলেই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবার থেকে আগত। উপস্থাপিত ব্যবসাগুলোর মধ্যে রয়েছে রুমি মল্লিকের “মিতালী টেইলার্স”, রঞ্জন চন্দ্র সুত্রধরের “প্রিয়ন্ত নার্সারী”, মোসাঃ পারভীনের “ইতি জামদানী হাউস”, মোসাঃ আসমা বেগমের  “সলিম পাখা শিল্প”, মোঃ রুহুল আমিনের “টুম্পা রাইস মিল” এবং আসমা বেগমের “বধুয়া বিউটি পার্লার”।

প্রথমেই তাঁর ব্যবসা উপস্থাপন করেন ১৯ বছরের বিধবা দুই সন্তানের জননী জনাব রুমি মল্লিক। জীবনের নানান প্রতিকূলতার মধ্য দিয়েও মাত্র ৮ মাস আগে মৃত স্বামীর টেইলারিং ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে রুমি মল্লিক তাঁর ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। দ্বিতীয় উপস্থাপনাটি ছিল জনাব রঞ্জন চন্দ্র সুত্রধরের যিনি কলম পদ্ধতিতে নার্সারীর চারা উৎপাদনে দক্ষ। এম.এ ডিগ্রী থাকা সত্ত্বেও রঞ্জন উদ্যোক্তা হিসেবেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তৃতীয় যে উদ্যোক্তা তাঁর ব্যবসা পরিকল্পনা উপস্থাপনা করেন তিনি ইতি জামদানী হাউসের জনাব মোসাঃ পারভীন যিনি টাই-ডাই ওড়না বিক্রির পাশাপাশি ঐতিহ্যবাহী জামদানী শাড়ী বুননে বিশেষভাবে দক্ষ। তিনি তাঁর ব্যবসা সম্প্রসারিত করতে তাঁর পরিকল্পনা তুলে ধরেন এবং গ্রামীণ সামাজিক ব্যবসা তহবিলের কাছে মূলধনী তহবিল চান। পরের উপস্থাপনাটি ছিল টুম্পা রাইস মিলের জনাব মোঃ রুহুল আমিনের। চার বছর একটি রাইস মিলে চাকরি করার পর অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রুহুল আমিন নিজেই উদ্যোক্তা হবার সিদ্ধান্ত নেন। পঞ্চম ব্যবসা পরিকল্পনাটি ছিল সলিম পাখা শিল্পের জনাব মোসাঃ আসমা বেগমের  যিনি তালপাতা দিয়ে ঐতিহ্যবাহী হাতপাখা তৈরী করেন। তালপাতার হাতপাখার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় তিন সন্তানের জননী মোসাঃ আসমা, যিনি যৌতুকের জন্য স্বামীর লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে তাকে ত্যাগ করতে বাধ্য হন, এখন তাঁর দক্ষতাকে একটি সফল ব্যবসায়ে পরিণত করতে চান। সর্বশেষ উপস্থাপনাটি ছিল বধুয়া বিউটি পার্লারের জনাব আসমা বেগমের। আসমা একজন দক্ষ বিউটিসিয়ান যিনি গ্রামীণ সামাজিক ব্যবসা তহবিলের মূলধন ব্যবহার করে তাঁর ব্যবসাকে আরো বড় করতে আগ্রহী। স্ব-স্ব ব্যবসা পরিকল্পনা উপস্থাপনকালে এই নবীন উদ্যোক্তাদের প্রবল উৎসাহ ও দৃঢ়সংকল্প সকলের দৃষ্টি আকর্ষণ করে।

নবীন উদ্যোক্তারা প্রত্যেকেই প্রকল্প পরিকল্পনা, বাজারজাত পরিকল্পনা ও আতœ-নির্ভরতা পরিকল্পনা সহ তাঁদের নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন। এরপর প্রকল্পগুলো নিয়ে দলীয়ভাবে বিশদ আলোচনা হয়। উপস্থাপিত সবগুলো প্রকল্পই অর্থায়নের জন্য অনুমোদিত হয়। সামাজিক ব্যবসা তহবিলের সাথে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলো সোশ্যাল বিজনেস পিডিয়ায় প্রতিবেদনের মাধ্যমে মনিটর করা হবে।

এছাড়াও ২৬২তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও এসডিআরএস-এর মধ্যে গাইবান্ধা জেলার ফুলছড়িতে “কিশলয় স্কুল” নামে একটি উন্মুক্ত সামাজিক ব্যবসা প্রকল্প বিষয়ে একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ঐ এলাকায় ছাত্র-ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা নির্বেশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান একটি স্কুলকে সামাজিক ব্যবসা প্রকল্পে পরিণত করতে সহায়তা করবে।

ডিজাইন ল্যাব শেষে অধ্যাপক ইউনূস ২৮-২৯ জুলাই ২০১৬ তারিখে ঢাকার অদুরে জিরাবো-তে নব নির্মিত “সামাজিক ব্যবসা কনভেনশন সেন্টারে” অনুষ্ঠেয় “সামাজিক ব্যবসা দিবসে” অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে আমন্ত্রণ জানান।

 


ছবির ক্যাপশন-১: ৩০ মে ২০১৬ সোমবার অনুষ্ঠিত ২৬২তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি সামাজিক ব্যবসায়ে বিনিয়োগের ঘোষণা দেয়া হয়। নবীন উদ্যোক্তা মোছাঃ আসমা বেগমকে ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখা ও মোছাঃ পারভীনকে জামদানী শাড়ী হাতে অন্য চারজন নবীন উদ্যোক্তা সহ ছবিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে। ছবিঃ নাসির আল মামুন/ইউনূস সেন্টার



ছবির ক্যাপশন-২: নবীন উদ্যোক্তা মোছাঃ আসমা বেগমকে ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখা ও মোছাঃ পারভীনকে জামদানী শাড়ী হাতে ছবিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে। ছবিঃ নাসির আল মামুন/ইউনূস সেন্টার



ছবির ক্যাপশন-৩: ৩০ মে ২০১৬ সোমবার অনুষ্ঠিত ২৬২তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে অংশগ্রহণকারীদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবিঃ নাসির আল মামুন/ইউনূস সেন্টার

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications