ইউনূস অলিম্পিক গেমসের সামাজিক অভিমুখীনতার প্রস্তাব করলেন
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২৬ জানুয়ারী ২০১৬):
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৪-২৫ জানুয়ারী লজান, সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর পরিদর্শন করেন। অলিম্পিক সভাপতি টমাস বাক প্রায় এক বছর আগে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎকালে তাঁকে কমিটির সদর দপ্তর পরিদর্শন ও আলোচনার জন্য আমন্ত্রণ জানান।
প্রফেসর ইউনূস আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে পোঁছালে অলিম্পিক সভাপতি তাঁকে সাদর অভ্যর্থনা জানান ও দু’ঘন্টা ধরে প্রফেসর ইউনূসকে অলিম্পিক মিউজিয়াম ঘুরিয়ে দেখান। তিনি প্রফেসর ইউনূসের নিকট মিউজিয়ামের প্রতিটি আইটেমের ইতিহাস ও গুরুত্ব ব্যাখ্যা করেন। টমাস বাক ২০১৫ সালের সেপ্টেম্বরে অলিম্পিক সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং অলিম্পিকের ইতিহাসে তিনিই সর্ব প্রথম একজন অলিম্পিক স্বর্ণ পদকপ্রাপ্ত সভাপতি। বাক ১৯৭৬ সালে তরবারী চালনায় স্বর্ণ পদক জয় করেছিলেন। অলিম্পিক মিউজিয়ামটিতে অত্যন্ত মিথষ্ক্রিয়ামূলক ও তথ্যবহূল বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এই আকর্ষণীয় অলিম্পিক ওয়ার্ল্ড এক্সিবিশনে একজন দর্শক প্রাচীন অলিম্পিক গেম্সের ইতিহাস এবং ঊনবিংশ শতাব্দীতে আধুনিক অলিম্পিকের পূনর্জন্ম সম্পর্কে জানতে পারবেন। বিশেষ বিশেষ প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন অলিম্পিক টর্চ এবং বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের ইতিহাসের গুরুত্বপূর্ণ মূহুর্তগুলো।
আধুনিক অলিম্পিক গেম্সের গোড়াপত্তন করেন ব্যারন পিয়েরে দ্য কূবার্তিন। তিনি একরকম এককভাবে বিশ্বের এই অন্যতম প্রধান আন্তর্জাতিক খেলাধুলার আয়োজনটিকে বর্তমান রূপ দেন যা গ্রীষ্ম ও শীতকালীন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পৃথিবীর ২০০-রও বেশী জাতির অংশগ্রহণে অলিম্পিক গেম্সকে বিশ্বের প্রধান ক্রীড়া প্রতিযোগিতার আসর বলে বিবেচনা করা হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার। এর ৯০ শতাংশই খরচ হয় অলিম্পিক আন্দোলনকে সহায়তা করতে অলিম্পিক গেমসের আয়োজনে এবং বিশ্বব্যাপী খেলাধুলার উন্নয়নে। অলিম্পিক গেমসের আয়োজন করতে পৃথিবীর বিভিন্ন শহর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। প্রতিযোগী শহরগুলোকে একটি প্রশ্নপত্র পূরণ করতে এবং কিছু পূর্ব-নির্ধারিত যোগ্যতা প্রমাণ করতে হয় যেখানে তাদের ব্যাখ্যা করতে হয় অলিম্পিকের ধারাবাহিকতায় এবার তারা কী সংযোজন করতে যাচ্ছে।
প্রফেসর ইউনূসের সাথে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের সময়ে অলিম্পিক সভাপতি প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার ধারণার সাথে সম্যক পরিচিত হন। তিনি ধারণাটি পছন্দ করেন এবং প্রফেসর ইউনূসকে লজানে অলিম্পিক সদর দপ্তর পরিদর্শন করতে ও তাঁর সহকর্মীদের নিকট সামাজিক ব্যবসা তত্ত্ব ব্যাখ্যা করতে আমন্ত্রণ জানান। তাঁর সফরের সময়ে প্রফেসর ইউনূস অলিম্পিক গেম্সকে খেলাধুলারও বাইরে একটি সামাজিক অভিমুখীনতা দেবার প্রস্তাব করেন। তিনি অলিম্পিক গেম্সের আয়োজক শহর বাছাইয়ের যোগ্যতা প্রমাণের প্রশ্নপত্রে শহরের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্যোগকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব রাখেন।
অলিম্পিক সভাপতি ও তাঁর স্ত্রী প্রফেসর ইউনূসকে একটি ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানান যেখানে তাঁরা প্রফেসর ইউনূসের কাছে অলিম্পিকের আয়োজক শহর বাছাই প্রক্রিয়া, যুব অলিম্পিকের পূনর্বিন্যাস এবং অলিম্পিকের ইতিহাস ও স্পিরিট আরো বেশী সংখ্যক মানুষের, বিশেষ করে যুব সমাজের কাছে পৌঁছে দিতে পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষুদ্র আকারের অলিম্পিক মিউজিয়াম স্থাপনের ভবিষ্যৎ কর্মসূচি বিষয়ে তাঁর ধারণাগুলো বিস্তারিত জানতে চান। অলিম্পিকের সদর দপ্তর একই যায়গায় পূনঃনির্মিত হতে যাচ্ছে। নতুন ভবনটির নির্মাণ আগামী মাসে শুরু হবে এবং তা ২০১৮ সালের শুরুতে শেষ হবে। পুরো ইউরোপে এটি হবে টেকসই পরিবেশের সর্বোচ্চ উৎকর্ষ।
প্রফেসর ইউনূসের ধারণাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে সভাপতি বাক-এর নির্দশনায় এরই মধ্যে একটি টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে দু’পক্ষের প্রতিনিধিরা শীঘ্রই কাজ শুরু করবেন।
পুরো সফর জুড়ে প্রফেসর ইউনূসের সঙ্গে ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক আধুনিক অলিম্পিকের জনক ফ্রান্সের ব্যারন পিয়েরে দ্য কূবার্তিন কর্তৃক ১৯১৪ সালে তৈরী ঐতিহাসিক অলিম্পিক পতাকার সামনে করমর্দন করছেন। রিংগুলোর পাঁচটি রং পৃথিবীর প্রায় সকল দেশের জাতীয় পতাকায় ব্যবহৃত পাঁচটি রংয়ের প্রতিনিধিত্ব করে। ছবিঃ ক্রিষ্টফ মুরাতাল।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017