ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৮ মার্চ ২০১৬):
প্রফেসর ইউনূস সংযুক্ত আমির আমিরাতে অনুষ্ঠিত ১৮শ বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনে বিদ্যমান অর্থনৈতিক মডেলের পুনর্বিন্যাসের আহ্বান জানালেন।
নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৮শ বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী অর্থনৈতিক অসমতা, দারিদ্র ও দীর্ঘস্থায়ী বেকারত্বের সমস্যা দুর করার লক্ষ্যে বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাসের আহ্বান জানালেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ১৪-১৭ মার্চ ২০১৬ অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে তাঁর বক্তব্যে প্রফেসর ইউনূস এই আহ্বান জানান। তিনি আরব দেশগুলোর বিশাল যুব-বেকারত্ব সমস্যা মোকাবেলায় সামাজিক ব্যবসার ভূমিকার উপর জোর দেন। উল্লেখ্য যে, আরব দেশগুলোয় যুব-বেকারত্বের হার এখন ২৮%, যেখানে বিশ্বে এই বেকারত্বের গড় হার ১২.৪%।
মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক খলিফা ফান্ড ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এ বছর আরব গালফ প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট (AGFUND)-এর সাথে যৌথভাবে বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের ৭০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই সম্মেলনে যোগদান করেছেন। আবু ধাবির ক্রাউন প্রিন্স কোর্ট শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান ও খলিফা বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন AGFUND চেয়ারম্যান প্রিন্স আবদুলআজিজ বিন তালাত বিন আবদুলআজিজ আল সৌদ, ক্ষুদ্রঋণ কর্মসূচির দীর্ঘদিনের সমর্থক স্পেনের মহামান্য রানী সোফিয়া, সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী, খলিফা ফান্ড ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান হুসেইন জে. আল নওয়ায়িস, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইনের পরিচালক ল্যারী রীড।
মাইক্রোক্রেডিট সামিট ১৯৯৭ সালে তার যাত্রা শুরু করে এবং এরপর থেকে বিশ্ব ব্যাপী দরিদ্রতম মানুষদের বিশেষ করে নারীদের নিকট ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক সেবা পৌঁছানোর লক্ষ্যে বৈশ্বিক ও স্থানীয় পর্যায়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করে আসছে। এ বছরের সম্মেলনের ১৯টি প্লেনারী সেশনে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞগণ তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। সম্মেলনে আরো অন্তর্ভূক্ত ছিল সামাজিক ব্যবসার উপর একটি বিশেষ প্লেনারী সেশন এবং প্রফেসর ইউনূসের “নবীন উদ্যোক্তা কর্মসূচি”র উপর আরেকটি বিশেষ প্লেনারী।
প্রফেসর ইউনূস আরব গালফ প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট (AGFUND)-এর পুরষ্কার কমিটির সভাতেও যোগদান করেন। উল্লেখ্য যে, তিনি এই কমিটির সদস্য। এছাড়াও তাঁকে AGFUND পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। AGFUND আবু ধাবিতে অনুষ্ঠিত এ বছরের ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনের হোস্ট।
আবু ধাবিতে অবস্থানকালে প্রফেসর ইউনূস আবু ধাবির শাসক জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আমন্ত্রণে তাঁর সঙ্গে তাঁর প্রাসাদে সাক্ষাৎ করেন।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017