ড. মাহবুব হোসেনের অকাল মৃত্যুতে ডঃ ইউনূসের গভীর সমবেদনা প্রকাশ
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (৪ জানুয়ারী ২০১৬):
সকালে ড. মাহবুব হোসেনের অকাল মৃত্যুর সংবাদে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি একজনঅসাধারণ পন্ডিত ব্যক্তি ছিলেন। অর্থনীতি ও কৃষি গবেষণায় তাঁর অবদান ছিল মৌলিক ও সুদূরপ্রসারী। গ্রামীণ ব্যাংক নিয়েযাঁরা গবেষণা করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটির শুরুর দিনগুলোয় এর অবদান নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ করেছিলেনতাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর প্রখর অর্ন্তদৃষ্টিসম্পন্ন মূল্যবান গবেষণাপত্রটি গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত প্রসারণেঅত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সর্বোপরি, সামাজিক ন্যয়-বিচার প্রতিষ্ঠায় তাঁর গভীর প্রত্যয়, সমাজের প্রান্তিকঅবস্থানের মানুষদের প্রতি তাঁর মমত্ববোধ এবং তাঁর অকৃত্রিম বিনয় ব্যক্তি হিসেবে তাঁকে অসাধারণ উচ্চতায় প্রতিষ্ঠিতকরেছিল। তাঁর মৃত্যু শুধু দেশের জন্য নয়, বিশ্বের জন্য এবং কৃষি গবেষণাবিদদের জন্যও নিঃসন্দেহে একটি অপূরণীয়ক্ষতি।
আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তির জন্য আল্লাহ্-র নিকট প্রার্থনা করছি। তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীরসমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি তাঁরা যেন এই কঠিন যন্ত্রণাক্লিষ্ট মূহুর্তগুলোয় শক্তি অর্জন করতে পারেন।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017