সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক উন্মোচনে প্রফেসর মুহাম্মদ ইউনূস
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২৯ নভেম্বর ২০১৫):
“সামাজিক ব্যবসার শক্তি” নামে সামাজিক ব্যবসার উপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। গত ২৯ নভেম্বর, রবিবার প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইউনূস সেন্টার অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটির লেখক জনাব এমএফএম আমীর খসরু। তিনি বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনীর জনাব মনিরুল হক।
এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড় ভাবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ব্যবসার প্রতিষ্ঠায় অগ্রণী ভ‚মিকা পালন করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে যেমনঃ সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ^ অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, স্যোশাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম। বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গের জন্য একটি উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে। বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। বইটি ঢাকার সকল উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে।
“সামাজিক ব্যবসার শক্তি” নামে সামাজিক ব্যবসার উপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। গত ২৯ নভেম্বর, রবিবার প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইউনূস সেন্টার অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন।
Source: Yunus Centre
Updated Date: 12th March, 2017