ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০ জুলাই তারিখে এলিসি প্রাসাদে “সামিট অব কনশন্স ফর দ্য
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২০ জুলাই ২০১৫)ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০ জুলাই তারিখে এলিসি প্রাসাদে “সামিট অব কনশন্স ফর দ্য ক্লাইমেট” অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। এ বছর নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ১১ পর্যন্ত প্যারিসে অনুষ্ঠেয় জলবাযু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৫ মাস পূর্বে “সামিট অব কনশন্স ফর দ্য ক্লাইমেট” অনুষ্ঠিত হয়। সামিটে প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর “হোয়াই ডু আই কেয়ার” শীর্ষক বক্তব্যে তাঁর মতামত তুলে ধরেন। “হোয়াই ডু আই কেয়ার” এই সামিটের শ্লোগান যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মূল কারন জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনতে প্রতিটি ব্যক্তিকে উৎসাহিত করে। শ্রোতাদের মধ্যে ছিলেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক ৫০০ জন বিশেষজ্ঞ, অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতগণ, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী ও ধর্মনিরপেক্ষ কমিউনিটিগুলোর প্রভাবশালী প্রতিনিধিগণ এবং যুব প্রতিনিধিরা।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017