উগান্ডায় ইউনূসের সামাজিক ব্যবসার সম্প্রসারণ

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (৩০ জুলাই ২০১৫):

নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস অতি সম্প্রতি উগান্ডায় তাঁর ৪ দিনের সফর শেষ করেছেন। উগান্ডার
প্রেসিডেন্ট জনাব ইওয়েরী কাগুতা মুসেভেনী তাঁকে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাগত জানান। প্রেসিডেন্ট মুসেভেনী ছাড়াও
প্রফেসর ইউনূস উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জনাব এডোয়ার্ড সেকান্দির সাথে সাক্ষাৎ করেন, উগান্ডার সরকারী
প্রতিনিধিদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন, দেশটির সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ
বৈঠকে মিলিত হন এবং উগান্ডা সামাজিক ব্যবসার জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন।
উগান্ডা গমনের আগে প্রফেসর ইউনূস ওয়াশিংটন সফর করেন যেখানে তিনি “রেজাল্ট্স ইন্টারন্যাশনাল”-এর ৩৫ বছর
পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মার্কিণ কংগ্রেস প্রতিনিধি ও নীতি
নির্ধারকগণ, বিভিনড়ব উনড়বয়ণ সংস্থার প্রতিনিধিবৃন্দ ও শিক্ষাবিদরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২৪ জুলাই প্রফেসর ইউনূস বিশ্ব ব্যাংক গ্রæপের সদর দপ্তরে অবস্থিত প্রেসটন অডিটোরিয়ামে দারিদ্র দূরীকরণে সামাজিক
ব্যবসা ও ক্ষুদ্র ঋণের ভূমিকা বিষয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তৃতায় প্রফেসর ইউনূস বলেন, “আমাদের সৃষ্ট এই সভ্যতা
এখন একটি অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মানব সভ্যতা নিজেকে ধ্বংস করার আগেই একটি প্রগতিশীল ও
টেকসই নতুন সভ্যতার গোড়াপত্তনের সুযোগ আমাদের সামনে রয়েছে।” দর্শক উপচে পড়া এই বক্তৃতা শুনতে সমবেত
হয়েছিলেন বিশ্ব ব্যাংকের বিভিনড়ব উর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিনড়ব মহল থেকে আগত
অংশগ্রহণকারীগণ।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রফেসর ইউনূস মার্কিন সিনেটর ডিক ডারবিন, সিনেটর বারবারা বক্সার ও কংগ্রেসম্যান
জোসেফ μাউলির আমšণ¿ μমে তাঁদের সাথে সাক্ষাতে মিলিত হন। উল্লেখ্য যে, এঁরা সকলেই দীর্ঘদিন যাবত প্রফেসর
ইউনূসের নেতৃত্বাধীণ গ্রামীণ-এর দারিদ্র বিমোচন কর্মকান্ডে সমর্থন দিয়ে আসছেন।
২৬ জুলাই প্রফেসর মুহাম্মদ ইউনূস ওয়াশিংটন থেকে উগান্ডার উদ্দেশ্যে রওনা দেন। আন্তর্জাতিক পর্যায়ে প্রফেসর
ইউনূসের সামাজিক ব্যবসা কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা “ইউনূস সোশ্যাল বিজনেস”-এর বিভিনড়ব কর্মসূচি পরিদর্শণ করা
ছিল এই সফরের উদ্দেশ্য। “ইউনূস সোশ্যাল বিজনেস” ২০১৩ সালে উগান্ডায় স্থাপিত কার্যালয়ের মাধ্যমে সেখানে তার
সামাজিক ব্যবসা কর্মসূচি শুরু করে।
উগান্ডার প্রেসিডেন্ট জনাব ইওয়েরী কাগুতা মুসেভেনী ২৯ জুলাই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট প্রাসাদে উষ্ণ
অভ্যর্থনা জানান। উগান্ডার প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনূসের এক ঘন্টা স্থায়ী এই বৈঠকে আরো অংশ নেন দেশটির
অর্থ মন্ত্রী, কৃষি মন্ত্রী ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। উল্লেখ্য যে, ১৯৯৭ সালে ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত ক্ষুদ্র ঋণ
বিষয়ক শীর্ষ সম্মেলনের সময় থেকেই প্রেসিডেন্ট মুসেভেনী প্রফেসর ইউনূসের ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উদ্ভাবনমূলক কর্মসূচির
একজন জোর সমর্থক। প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট মুসেভেনীকে উগান্ডায় গৃহীত বিভিনড়ব সামাজিক ব্যবসা কর্মকান্ড সম্পর্কে
অবহিত করেন। সামাজিক ব্যবসা হিসেবে একটি বড় ইউরোপীয় কোম্পানীর সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি নতুন
সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানী বিষয়ে প্রেসিডেন্ট মুসেভেনী বিশেষ আগ্রহ দেখান। এই নতুন উদ্যোগটি তথ্য প্রযুক্তি
খাতে উগান্ডার হাজার হাজার বেকার তরুণ-তরুণীর বিশেষ করে তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রফেসর ইউনূস
আগামী বছর কোম্পানীটি তার ব্যবসা কার্যμম শুরুর সময়ে প্রেসিডেন্ট মুসেভেনীকে তা উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট তাৎক্ষনিকভাবে এই আমন্ত্রণ গ্রহণ করেন, তবে শর্ত দেন যে উদ্বোধনের সময়ে প্রফেসর ইউনূসকেও
অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। সামাজিক ব্যবসা কিভাবে যুব-বেকারত্ব দুর করতে এবং কৃষি ও বন খাতের
উনড়বয়নে ভুমিকা রাখতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট মুসেভেনী বিশেষভাবে জানতে চান। প্রফেসর ইউনূস পৃথিবীর অন্যান্য
দেশে সামাজিক ব্যবসা কিভাবে এই খাতগুলোর উনড়বয়নে ভুমিকা রাখছে তার উদাহরণ দেন।
এরপর প্রফেসর ইউনূস উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জনাব এডোয়ার্ড সেকান্দির সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সেখানে প্রফেসর ইউনূস জনাব সেকান্দি কর্তৃক আয়োজিত “এৎববহ ঊভভড়ৎঃং ঋড়ঁহফধঃরড়হ”-এর পরিচালনা পরিষদ
সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হন। উল্লেখ্য যে, এই ফাউন্ডেশনের সভাপতি জনাব সেকান্দি উগান্ডায় বনায়ন
কর্মকান্ডকে এগিয়ে নিতে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ভাইস প্রেসিডেন্ট ও তাঁর ফাউন্ডেশনের পরিচালকরা প্রতিষ্ঠানটির
লক্ষ্য অর্জনে উগান্ডায় সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান। এরপর ভাইস প্রেসিডেন্ট সেকান্দি
প্রফেসর ইউনূস সহ উগান্ডায় ইউনূস সোশ্যাল বিজনেস কর্তৃক আয়োজিত সামাজিক ব্যবসা সম্মেলন উদ্বোধন করার জন্য
আসেন। উগান্ডার একটি আন্তর্জাতিক হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ভাষণে ভাইস প্রেসিডেন্ট সেকান্দি
আনন্দের সাথে উগান্ডায় সকল সামাজিক ব্যবসা কর্মকান্ডে উগান্ডা সরকারের সব ধরণের সমর্থনের ঘোষণা দেন। উগান্ডার
সরকারী কর্মকর্তাগণ, জাতিসংঘের বিভিনড়ব সংস্থার দেশীয় প্রধানগণ, রাষ্ট্রদূতবৃন্দ, বিশ্ববিদ্যালয় অধ্যাপকবৃন্দ, বিভিনড়ব
ফাউন্ডেশন ও বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় মিডিয়া এবং বিভিনড়ব আন্তার্জাতিক ও স্থানীয়
উনড়বয়ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই জাতীয় সামাজিক ব্যবসা সম্মেলনে প্রফেসর ইউনূস প্রধান অতিথি
হিসেবে তাঁর বক্তব্য রাখেন।
প্রফেসর ইউনূস এরপর ইউনূস সোশ্যাল বিজনেস-এর সাথে যৌথভাবে পরিচালিত বিভিনড়ব সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানের
কার্যμম পরিদর্শণ করেন। এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, নবায়নযোগ্য শক্তি ও টেকসই কৃষি খাতে কাজ করছে। যেমন, “গ্রীণ
বায়ো এনার্জি” নামক প্রতিষ্ঠান বৃক্ষ নিধন ও বায়ু দূষণ রোধে নি¤ড়ব আয়ের পরিবারগুলোর জন্য দূষণমুক্ত চুলা ও সৌর বাতি
উৎপাদন করছে, “ইমপ্যাক্ট ওয়াটার” নামক প্রতিষ্ঠান উচ্চ মান সম্পনড়ব পানি বিশুদ্ধকরণ পদ্ধতিতে স্কুল, হাসপাতাল ও
পরিবারগুলোর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ করছে, এবং “মার্কম্যাট এন্টারপ্রাইজেস” নামক প্রতিষ্ঠান স্থানীয়
কৃষকদের উৎপাদন ও শস্যের গুণগতমান বৃদ্ধির জন্য সর্বোত্তম প্রযুক্তি সহায়তা দিচ্ছে।
প্রফেসর ইউনূস কাম্পালার ৫টি নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষভাবে আয়োজিত তিন শতাধিক ছাত্র-ছাত্রীর একটি
সমাবেশেও বক্তৃতা করেন।
এই সফরে প্রফেসর ইউনূস আফ্রিকান উনড়বয়ন ব্যাংক, মার্কিণ রাষ্ট্রদূত, ইউএসএইড ও জাতিসংঘ উদ্বাস্তু কমিশনের সাথে
দারিদ্র বিমোচন, টেকসই উনড়বয়ন ও সামাজিক ব্যবসা বিষয়ে আলোচনার জন্য পৃক পৃক বৈঠক করেন। উগান্ডার
রিফিউজি ক্যাম্পগুলোতে সামাজিক ব্যবসার অধীনে বিভিনড়ব যৌথ উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে তিনি জাতিসংঘ উদ্বাস্তু
কমিশনের সাথে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস, সাসকিয়া ব্রæইষ্টেন ও সোফি আইজেনম্যান প্রতিষ্ঠিত “ইউনূস সামাজিক ব্যবসা” পৃথিবী ব্যাপী
সামাজিক ব্যবসাগুলোকে সহায়তা ও অর্থায়ন করছে। এই প্রতিষ্ঠান ৭টি দেশে কাজ করছে যার একটি উগান্ডা, যেখানে
“ইউনূস সামাজিক ব্যবসা”র স্থানীয় টিম উদ্যোক্তাদের এবং তাদের পরামর্শ ও সহায়তাদানকারীদের প্রশিক্ষণ দিচ্ছে এবং
পরবর্তীতে এদের মধ্যে সবচেয়ে সফল উদ্যোক্তাদের অর্থায়ন ও বিনিয়োগ-পরবর্তী সহায়তা দেবে। পৃথিবীর বিভিনড়ব দেশে
২৮টি সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠানে ইউনূস সামাজিক ব্যবসা এরই মধ্যে ৭ মিলিয়ন মার্কিণ ডলারের সমপরিমাণ তহবিল
বিনিয়োগ করেছে যার সুফল ভোগ করছে দুই লক্ষেরও বেশী মানুষ।
উগান্ডায় বসবাসরত বাংলাদেশীদের আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে প্রফেসর মুহাম্মদ ইউনূস ৩০
জুলাই উগান্ডা ত্যাগ করেন। 

 

ক্যাপশন:
উগান্ডার প্রেসিডেন্ট জনাব ইওয়েরী কাগুতা মুসেভেনী ২৯ জুলাই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা
জানান। উগান্ডার প্রেসিডেন্ট ও প্রফেসর ইউনূসের মধ্যে এক ঘন্টা স্থায়ী একটি বৈঠকে আরো অংশ নেন দেশটির অর্থ
মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। প্রেসিডেন্ট মুসেভেনী ও প্রফেসর ইউনূস উগান্ডায় জন-কেন্দ্রিক
টেকসই উনড়বয়ন নিশ্চিত করতে সামাজিক ব্যবসার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করেন।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications