ইউনূস সেন্টার কর্তৃক ১১৬তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবের আয়োজন
ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৭ সেপ্টেম্বর ২০১৫ ):
অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে ইউনূস সেন্টারের আয়োজনে ১১৬তম সামাজিক ব্যবসাডিজাইন ল্যাবের আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায় থেকে প্রায় ১৫০ জন দেশীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারী--যাঁদের একটিউল্লেখযোগ্য অংশ বিদেশী অভ্যাগত--এই ল্যাবে অংশ নেন।
নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস আজকের ল্যাবে সভাপতিত্ব করেন। ল্যাবে অংশগ্রহণকারী ও লাইভ ষ্ট্রীমে সংযুক্তদর্শকদের ল্যাবে অভ্যর্থনা জানিয়ে তিনি ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন। প্রফেসর ইউনূস অংশগ্রহণকারীদের ল্যাবের প্রক্রিয়া অর্থাৎউদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা পর্যালোচনা ও মূল্যায়ণ করার প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি জানান যে, জানুয়ারী ২০১৩ থেকে এপর্যন্ত ১১৫টি ডিজাইন ল্যাবে মোট ১৬৭২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে যার মধ্যে ১৬৬৬টি প্রকল্প ল্যাবে অনুমোদিত হয়েছে।অনুমোদিত প্রকল্পগুলোর প্রায় সবই এরই মধ্যে চালু হয়েছে।
আজকের ল্যাবে ৬টি নতুন সামাজিক ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর সবই ছিল গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারেরসন্তানদের নবীন উদ্যোক্তা ব্যবসা। বিভিন্ন ধরনের এই ব্যবসাগুলোর মধ্যে ছিলঃ মোঃ শাহীন আলম বাবুর মুদি দোকান ‘স্বপ্নপুরী ষ্টোর’, মোছাঃ শামসুন নাহারের স্কিন কেয়ার প্রতিষ্ঠান ‘ফেমাস হারবাল এন্ড বিউটি পার্লার’, মোঃ নূর আলম ইসলামের হস্তশিল্প ব্যবসা ‘এম বিভি হস্তশিল্প কারখানা’, মোছাঃ ডালিয়ার মহিলাদের জামা ও সেলাই ব্যবসা ‘ডালিয়া ফেব্রিক্স এন্ড টেইলার্স’, মোঃ ইমামুল হোসেনেরফুল চাষের খামার ‘মেসার্স নূসরাত এন্টারপ্রাইজ’ এবং মোঃ জাকির হোসেন খানের বিভিন্ন পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান ‘জান্নাত ট্রেডিংকর্পোরেশন’।
নবীন উদ্যোক্তারা প্রত্যেকেই তাঁদের বিস্তারিত প্রকল্প পরিকল্পনা, বাজারজাত পরিকল্পনা ও সক্ষমতা পরিকল্পনা সহ যাঁর যাঁরব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। প্রতিটি সামাজিক ব্যবসাই কিভাবে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করা যায় সে বিষয়ে মূল সেশনও ব্রেক ডাউন সেশনগুলোতে কয়েক দফা আলোচনা হয়। এই ৬টি সামাজিক ব্যবসা প্রকল্পের সবগুলোই বিভিন্ন সামাজিক ব্যবসাফান্ড থেকে অর্থায়নের জন্য অনুমোদিত হয়।
অধ্যাপক ইউনূস তাঁদের উদ্ভাবনামূলক সামাজিক ব্যবসাগুলোর জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং বলেন যে, এটা অত্যন্তআগ্রহোদ্দীপক যে এত বিভিন্ন ধরনের আইডিয়া এখন বাস্তবে রূপ লাভ করছে। তিনি আরো বলেন যে, দেশ-বিদেশের বিশিষ্টঅভ্যাগতদের সামনে দেশের দূর-দূরান্ত থেকে আসা নবীন উদ্যোক্তারা যে-রকম চমৎকারভাবে তাঁদের ব্যবসায়িক পরিকল্পনাউপস্থাপন ও ব্যাখ্যা করছেন তা খুবই আশাব্যঞ্জক । প্রফেসর ইউনূস আগামী ২০ অক্টোবর ২০১৫ তারিখে অনুষ্ঠেয় পরবর্তী সামাজিকব্যবসা ডিজাইন ল্যাবে অংশগ্রহণের জন্যও অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান।
ক্যাপশন ছবি-১
১১৬তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি নবীন উদ্যোক্তা ব্যবসায়ের জন্য বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়। গ্রামীণ ব্যাংকসদস্য পরিবারের সন্তান এই ৬ নবীন উদ্যোক্তার সাথে নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ক্যাপশন ছবি-২
নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে ২৯ বছর বয়সী নবীন উদ্যোক্তা মোছাঃ ডালিয়া। ডালিয়ার মা আট বছর ধরেগ্রামীণ ব্যাংকের সদস্য। ডালিয়ার কাপড় ও সেলাই ব্যবসা সম্প্রসারণের জন্য ১.৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাব গ্রামীণ শক্তি কর্তৃকঅর্থায়নের জন্য অনুমোদিত হয়েছে।
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017