অধ্যাপক মুহাম্মদ ইউনূস সল্ট সাময়িকীর সেরা ১০০ জন সহমর্মী ব্যবসায়ী উদ্ভাবকের তালিকায় ৩য় স্থান
ইউনূস সেন্টার প্রেস রিলিজ(September ২১, ২০১৫): একটি আরো উনড়বত বিশ্ব নির্মাণে ব্যবসা একটি মূখ্য ভুমিকা পালন করতে পারে--এই প্রত্যাশায় যুক্তরাজ্য থেকে প্রকাশিত একটি নতুন পত্রিকা “সল্ট” প্রথম বারের মতো সেরা ১০০ জন সহমর্মী ব্যবসায়ী নেতার নামের তালিকা প্রকাশ করেছে। নোবেল শান্তি পুরষ্কার জয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্রঋণের পথিকৃত অধ্যাপক মুহাম্মদ ইউনূস সল্ট সাময়িকীর এই সেরা ১০০ জন সহমর্মী ব্যবসায়ী উদ্ভাবকের তালিকায় ৩য় স্থান অধিকার করেছেন। তালিকা প্রকাশ উপলক্ষে সল্ট সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, “ইউনূস ঋণকে মানুষের একটি গুরুত্বপূর্ণ অধিকার বলে বিবেচনা করেন এবং লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দিয়েছেন।”
সল্টের তালিকায় ১ম ও ২য় স্থানে আছেন যথাμমে পল পোলম্যান ও রিচার্ড ব্র্যানসন। তালিকায় উল্লেখযোগ্য অন্যান্যদের মধ্যে রয়েছেন বিল গেট্স, অ্যারিয়ানা হাফিংটন, ল্যারি পেজ, টেড টার্নার, ওয়ানের বাফেট ও টিম কুক।
তালিকা ক্সতরীর সময়ে যে-সকল বিষয় বিবেচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে টিকে থাকার সক্ষমতা, উদ্ভাবনশীলতা, সহমর্মীতা, ফলাফল এবং এ-ধরনের তালিকায় সচরাচর প্রত্যাশিত অন্যান্য মানদন্ড। নবায়নযোগ্য শক্তি, সম্পদ সংরক্ষণ, কৃষি এবং সামাজিক ও অর্থ‣নতিকভাবে টিকে থাকার সক্ষমতার মানদন্ডে প্রদর্শিত নেতৃত্বের বিচারে ব্যক্তিত্বদের তালিকার জন্য বাছাই করা হয়েছে। বাড়তি মানদন্ডের মধ্যে অন্তর্ভূক্ত ছিল এই ব্যক্তিরা তাঁদের শিল্পে কোন নতুন ধারণার প্রবর্তন করেছেন কি-না, প্রমিত ব্যবসায়ী দৃষ্টান্তকে ছাড়িয়ে যায় এমন কোন কোম্পানী সুষ্টি করেছেন কি-না, এবং তাঁদের এই উদ্ভাবন কত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
এর পূর্বে প্রফেসর ইউনূস ২০০৮ সালে “ফরেন পলিসি” ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন নেতৃস্থানীয় চিন্তাবিদের তালিকায় ২য় স্থানে এবং ২০১২ সালে বিশ্বখ্যাত “ফরচুন” ম্যাগাজিনের এ যুগের ১২ জন শ্রেষ্ঠ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন।
বিস্তাবরত তথ্যর জ্ন্য বন্চের ব িংকবি দেখুন্ঃ
http://www.wearesalt.org/revealed-the-worlds-top-100-compassionate-business-leaders/
Source: Yunus Centre
Updated Date: 9th March, 2017