৭১৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে চালু হলো ৬টি নতুন ব্যবসা

14th September, 2017

৭১৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে চালু হলো ৬টি নতুন ব্যবসা

প্রেস রিলিজ

ইউনূস সেন্টার আয়োজিত ৭১৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অদ্য ১৪ সেপ্টেম্বর ২০১৭ গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। জার্মানী, নেপাল, ভারত, তাইওয়ান ও কলাম্বিয়া থেকে আগত অংশগ্রহণকারী সহ প্রায় ১৩০ জন দেশীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজকের ডিজাইন ল্যাবে ৬টি নতুন “নবীন উদ্যোক্তা” ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। ব্যবসাগুলোর মধ্যে ছিল দু’টি দর্জি দোকান, দু’টি কুটির শিল্পের দোকান, একটি হস্তচালিত তাঁত শিল্পের ব্যবসা ও একটি পোলট্রি খামার।

মোঃ ওমর ফারুক উপস্থাপন করেন তাঁর “ফ্যাশন টেইলার্স” প্রকল্পটি। শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু সাহসী ওমর ফারুক এ পেশায় তাঁর আট বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সফল দর্জি ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখছেন। মিস ঐতিহ্য পর্না কৃষ্টি তুলে ধরেন তাঁর “ঐতিহ্য কুটির শিল্প” প্রকল্পটি। অবিবাহিতা কৃষ্টি তাঁর হস্তশিল্পের ব্যবসাটির মাধ্যমে একজন বড় ও সফল উদ্যোক্তায় পরিণত হতে চান। মোঃ আলমগীর উপস্থাপন করেন তাঁর “মেসার্স আলমগীর টেক্সটাইল।” ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পে তাঁর ১০ বছরের শাণিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি তাঁর ব্যবসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চান।

মাহমুদা মিমি ডিজাইন ল্যাবে তাঁর প্রকল্প “মাহমুদা মিমি পোলট্রি ফার্ম” উপস্থাপন করেন। এক সন্তানের জননী মিমি পোলট্রির উপর ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে তাঁর খামারটি শুরু করেছেন, যা তিনি এখন বড় করতে চান। দক্ষ কারুশিল্পী মোঃ মনির হোসেন উপস্থাপন করেন তাঁর “সিফাত হ্যান্ডিক্রাফ্টস” প্রকল্পটি। তিনি তাঁর ছোট আকারের হ্যান্ডিক্রাফ্টস ব্যবসাটিকে অনেক বড় করার স্বপ্ন দেখছেন।  বাইশ বছর বয়সী মৌরিতা জাহান উপস্থাপিত “নাসির গার্মেন্ট্স”-এ এখনই আট জন কর্মচারী রয়েছে। মৌরিতা বিশেষ করে শিশুদের পোষাক তৈরী করেন এবং ব্যবসাটিকে তিনি আরো বড় করার পরিকল্পনা করছেন। নবীন উদ্যোক্তাদের ছয় জনই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তান।

নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনাগুলো বিশদভাবে উপস্থাপন করা হয় এবং এগুলো নিয়ে ডিজাইন ল্যাবে বিস্তারিত আলোচনা হয়। অধিকতর পর্যালোচনার জন্য এরপর প্রকল্পগুলো দলীয় পর্যায়ে উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রতিটি প্রকল্পই স্ব-স্ব দল কর্তৃক অর্থায়নের জন্য অনুমোদিত হয়। গ্রামীণের সামাজিক ব্যবসা তহবিলের সাথে যৌথ-মূলধনী ব্যবসা হিসেবে পরিচালিত এই সামাজিক ব্যবসা প্রকল্পগুলো ww.sociabusinesspedia.com –এ মনিটর করা হবে।

জানুয়ারী ২০১৩-এ সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব শুরু হবার পর ৭১৪তম ল্যাব পর্যন্ত ২০ হাজারেরও বেশী প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। সামাজিক ব্যবসা তহবিল থেকে এসকল নবীন উদ্যোক্তা প্রকল্পে অনুমোদিত ইক্যুইটি ফান্ডের পরিমাণ প্রকল্প প্রতি ১.০ থেকে ৫.০ লক্ষ টাকা।

আজকের ডিজাইন ল্যাবে ইউনূস সেন্টার ও তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কাওহসিয়ুং এর মধ্যে একটি “ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র” প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ইউনিভার্সিটি অব কাওহসিয়ুং এর পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জনাব লিওন শ্যুয়ে-লিয়াং ওয়াং এবং ইউনূস সেন্টারের পক্ষে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ছবির ক্যাপশন-১: ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার অনুষ্ঠিত ৭১৫তম  সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাবে ৬টি নবীন উদ্যোক্তা প্রকল্পে বিনিয়োগের ঘোষণা দেয়া হয়। ছবিতে ডিজাইন ল্যাবে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে নবীন উদ্যোক্তাদের দেখা যাচ্ছে। ছবি: নাছির আলী মামুন/ইউনূস সেন্টার।

 

Related Contents