বর্তমান সভ্যতার আত্মবিনাশী গতিপথের বিষয়ে সতর্ক করলেন প্রফেসর ইউনূস - আহ্বান জানালেন একটি নতুন সভ্যতা নির্মাণের

6th June, 2022

বর্তমান সভ্যতার আত্মবিনাশী গতিপথের বিষয়ে সতর্ক করলেন প্রফেসর ইউনূস - আহ্বান জানালেন একটি নতুন সভ্যতা নির্মাণের

ইউনূস সেন্টার প্রেস রিলিজ ( ৬ জুন ২০২২ )

 

জুন ৪, ২০২২ ইতালির ট্রেনটো-তে অনুষ্ঠিত “ট্রেনটো অর্থনৈতিক উৎসবে” (Trento Festival of Economics) মূল বক্তা হিসেবে ভাষণ দিতে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান হয়। চার দিন ব্যাপী এই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ব্যবসা উদ্যোগ। আটজন নোবেল লরিয়েট, ৭৫ জন একাডেমিক বক্তা, ২০ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অর্থনীতিবিদ, ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের ২৬ জন প্রতিনিধি এবং ইতালির ১১ জন মন্ত্রী ইতালির এই জাতীয় গুরুত্বপূর্ণ বাৎসরিক আয়োজনে যোগদান করেন।

 

ট্রেনটো স্বায়ত্বশাসিত প্রদেশের পক্ষে এই উৎসবের আয়োজক 24 ORE Group ও Trentino Marketing । সহযোগিতা করছে ট্রেনটো মিউনিসিপালিটি এবং ইউনিভার্সিটি অব ট্রেনটো। অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে উৎসবের দ্বিতীয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল “সোশ্যাল থিয়েটার”-এ প্রদত্ত প্রফেসর ইউনূসের ভাষণ

 

প্রফেসর ইউনূস বর্তমান সভ্যতা নিজেই নিজকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার আগে কীভাবে একটি নতুন সভ্যতা গড়ে তোলা যায় তা নিয়ে বিস্তারিত কথা বলেন। এই নতুন সভ্যতা নির্মাণে সামাজিক ব্যবসা কীভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করতে পারে তা তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেন। তিনি “তিন শূন্য”র একটি পৃথিবী সৃষ্টি করতে তরুণদের প্রতি আহ্বান জানান।

 

এই সেশনটির সঞ্চালক ছিলেন Sole 24 Ore-এর সাংবাদিক অ্যালেসিয়া ম্যাকাফেরি। তিনি প্রশ্ন করেন, তরুণরা কীভাবে সামাজিক ব্যবসার পথে তাদের যাত্রা শুরু করবে? জবাবে প্রফেসর ইউনূস বলেন, “এটা সামাজিক ব্যবসা শুরু করতে বড় কোন অভিজ্ঞতার বিষয় নয় - এটা একটা প্রবল ইচ্ছার, গভীর প্রতিশ্রুতির বিষয়। অভিজ্ঞতা বরং তোমাদেরকে ভুল পথে চালিত করতে পারে। আমি যদি একজন অভিজ্ঞ ব্যাংকার হতাম, আমি হয়তো কখনোই ক্ষুদ্রঋণ সৃষ্টি করতে পারতাম না। যা সবচেয়ে প্রয়োজন তা হলো সমাজের একটি বিদ্যমান সমস্যার সমাধান করতে তোমার গভীর আকাঙ্খা। এটা বড় আকারে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। সবসময় একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু করো। তিনি “থ্রি-জিরো” ক্লাব তৈরীতে তরুণদের উৎসাহ দেন এবং জলবায়ু বিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তাদের সামনে তুলে ধরেন।

 

সেশনে আরো উপস্থিত ছিলেন সম-সুযোগ বিষয়ক মন্ত্রী এলেনা বোনেট্টি, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জিয়ানকার্লো জর্জেটি, প্রতিবেশ উত্তরণ বিষয়ক মন্ত্রী রবার্টো সিনগোলানি, ডিসঅ্যাবিলিটি বিষয়ক মন্ত্রী মিস এরিকা স্টেফানি, ভ্যাটিকান স্টেট-এর ভিকার জেনারেল হিজ হোলিনেস মাউরো গ্যামবেট্টি এবং ইতালীয় ও বিদেশী বহু গণ্যমান্য ব্যক্তি

 

ইতালির বিভিন্ন জাতীয় টেলিভিশন ও বেতার মাধ্যম সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের জরুরী সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে কীভাবে পৃথিবীকে তার আত্ম-ধ্বংসী পথ থেকে রক্ষা করা যায় - প্রফেসর ইউনূসের এই বার্তাবাহী সাক্ষাৎকার প্রচার করে।

 

প্রফেসর ইউনূস ভিলা মাদ্রুজ্জো-তে একটি ভিআইপি নৈশভোজে যোগ দেন। তিনি অর্থনীতি বিষয়ক ইউরোপীয় ইউনিয়ন কমিশনার (মন্ত্রী) এবং ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী (২০১৬-২০১৮) পাওলো জেন্টিলোনির সাথে কীভাবে ভ্যাকসিনকে প্যাটেন্ট-মুক্ত করা যায় এবং সামাজিক ব্যবসা ফার্মাসিউটিক্যাল কোম্পানী প্রতিষ্ঠার মাধ্যমে কীভাবে বিশ্বব্যাপী সর্বসাধারণের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া যায় তা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন।

 

ইতালির বিভিন্ন জাতীয় টেলিভিশন ও বেতার মাধ্যম প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করে যেখানে তিনি সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের জরুরী সমস্যাগুলির সমাধানের মধ্য দিয়ে কীভাবে মানব জাতিকে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায় তা পুনর্ব্যাক্ত করেন।

 

ইতালির উদীয়মান গায়ক ও সংগীত রচয়িতা মাহমুদ এই উৎসবে সংগীত পরিবেশন করতে আসেন। তিনি আয়োজকদের কাছে প্রফেসর ইউনূসের সাথে তাঁর একটি বৈঠকের ব্যবস্থা করে দিতে অনুরোধ করলে আয়োজকরা তার ব্যবস্থা করে দেন।

 

ইতালিতে জন্মগ্রহণকারী মাহমুদের পিতা-মাতা তিউনিশিয়ান। ২৯ বছরের এই সুপারস্টার একাধারে গায়ক ও সংগীত রচয়িতা এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর ৪০ লক্ষেরও বেশী ভক্ত রয়েছে। ইউ-টিউবে তাঁর মিউজিক ভিডিওগুলি মানুষ ৫০ কোটি বারেরও বেশী দেখেছে। শুধু ইউরোপেই তাঁর মিউজিক বিক্রির জন্য তাঁকে “১০ x গোল্ড রেকর্ড” ও “২৪ x প্লাটিনাম রেকর্ড” প্রদান করা হয়েছে।

 

প্রফেসর ইউনূস ও মাহমুদের মধ্যকার ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে একটি “তিন-শূন্য”র পৃথিবী সৃষ্টিতে তরুণ সমাজ কী ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস পৃথিবীর ভবিষ্যত নিয়ে তাঁর দুশ্চিন্তার বিষয়টি তুলে ধরেন। আমাদের বর্তমান সভ্যতা নিজেই নিজেকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার আগেই একচি নতুন সভ্যতা সৃষ্টি করা কেন জরুরী তা তিনি বিশদ ব্যাখ্যা করেন। তিনি বলেন, মাহমুদের মতো তরুণরা এই নতুন সভ্যতা তৈরীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রফেসর ইউনূস তাঁকে তরুণ প্রজন্মের মধ্যে এই প্রতিশ্রুতি সৃষ্টি করতে ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে আহ্বান জানান। মাহমুদ তাৎক্ষণিকভাবে এতে সম্মতি জানান এবং বলেন যে, এজন্য তিনি প্রয়োজনীয় সকল কিছু করবেন। মাহমুদ আরো বলেন যে, তিনি বিশ্বব্যাপী “থ্রি-জিরো” ক্লাব গঠনে তরুণদের উৎসাহ দেবার কাজে প্রফেসর ইউনূসের সাথে কাজ করতে চান। এ বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণের জন্য তাঁরা পরবর্তীতে আরো কয়েকটি বৈঠকের পরিকল্পনা করেন। প্রফেসর ইউনূস তাঁকে বাংলাদেশে ভ্রমণের জন্যও আমন্ত্রণ জানান।

 

২৪ বার প্লাটিনাম ইউরোপিয়ান জয়ী গায়ক ও সংগীতকার মাহমুদ প্রফেসর ইউনূসের সাথে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “তাঁকে দেখে আমি মনের ভেতরে সত্যিকারের প্রশান্তি অনুভব করেছি এবং তিনি আমাকে আমার প্রপিতামহের কথা মনে করিয়ে দিয়েছেন যিনি আমাকে লালন করেছিলেন।”

 

ট্রেনটো অর্থনৈতিক উৎসবে যোগদানের পর প্রফেসর ইউনূস ইতালির টুুরিন-এ "Festival Internazionale dell'economia"  সমাবেশে বক্তব্য দিতে ট্রেনটো ত্যাগ করেন।

লিংক: https://www.globenewswire.com/news-release/2022/06/03/2456156/0/en/Second-Successful-Day-at-Trento-Festival-of-Economics.html

ছবির ক্যাপশন-১: সমাবেশে বক্তব্য দেবার পর ইতালির সংবাদ মাধ্যম  Sole 24 ore, Rai National television Tg3 news, L’adige , National press agency ansa প্রফেসর ইউনূসের সাক্ষাৎকার গ্রহণ করে।

ছবির ক্যাপশন-২: ট্রেনটো অর্থনৈতিক উৎসবে প্রফেসর ইউনূস দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেবার পর ইতালির জাতীয় সংবাদপত্র il sole 24 ore  তাঁর এই ছবিটি দিনের প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করে।
Link: https://www.ilsole24ore.com/art/il-nobel-yunus-giovani-costruite-nuova-civilta-AEDZhVdB

ছবির ক্যাপশন-৩: প্রফেসর ইউনূসের সঙ্গে ২৪ বার প্লাটিনাম ইউরোপিয়ান প্রাপ্ত খ্যাতিমান গায়ক ও সংগীতকার মাহমুদ।
Link: https://amp24.ilsole24ore.com/pagina/AECKVZdB , https://www.instagram.com/tv/CeYtrkyqghb/?igshid=YmMyMTA2M2Y=

ছবির ক্যাপশন-৪: প্রফেসর ইউনূস ইতালির ট্রেনটোয় অনুষ্ঠিত “ট্রেনটো অর্থনৈতিক উৎসবে” অর্থনীতি বিষয়ক ইউরোপীয় ইউনিয়ন কমিশনার (মন্ত্রী) এবং ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী (২০১৬-২০১৮) পাওলো জেন্টিলোনির সাথে বৈঠক করেন।

Related Contents