মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করলেন প্রফেসর ইউনূস

28th March, 2022

মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করলেন প্রফেসর ইউনূস

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২৮ মার্চ ২০২২)

 

মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করলেন প্রফেসর ইউনূস

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের মধ্যে ডিগ্রী সনদ প্রদান করেছেন। প্রফেসর ইউনূস মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলর সেতার-এ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর। ২৬ মার্চ ২০২২ বিশ্ববিদ্যালয়টির জাঁকজমকপূর্ণ কনভোকেশন হলে আয়োজিত এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কুটনৈতিক মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষার ব্যয়ভার বহনে অসমর্থ এমন ছাত্রদেরকে ভর্তি করে থাকে এই বিশ্ববিদ্যালয়। তাদের ভ্রমণ খরচ সহ যাবতীয় খরচ বহন করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠা করেছে যা প্রফেসর ইউনূস প্রস্তাবিত “তিন শূন্য”-র পৃথিবী বাস্তবায়নে “থ্রি-জিরো ক্লাব” প্রতিষ্ঠায় উৎসাহ ও সহযোগিতা দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ ছাত্র বিদেশী। মালয়েশিয়ার প্রখ্যাত আলবুখারী ফাউন্ডেশান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। প্রফেসর ইউনূস তাঁর সমাবর্তন ভাষণে মুনাফা সর্বোচ্চকরণের ভিত্তির উপর প্রতিষ্ঠিত বর্তমান সভ্যতাটি আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার আগেই “তিন শূন্য” ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরী করতে ছাত্রদের প্রতি আহŸান জানান। তিনি আরো বলেন, একটি নতুন সভ্যতা সৃষ্টির সময় দ্রæত ফুরিয়ে আসছে; বিশ্বকে রক্ষা করতে হলে আমাদেরকে এখনই কাজে নেমে পড়তে হবে।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পরই এখানে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার স্থাপন করা হয় যা

সকল অনুষদে সামাজিক ব্যবসার উপর শিক্ষাদান করে যাচ্ছে। ছাত্ররা এরই মধ্যে ১০টি থ্রি-জিরো ক্লাব তৈরী করেছে এবং আরো কয়েকটি নতুন থ্রি-জিরো ক্লাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মালয়েশিয়ার সকল ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের আয়োজনে সাবাহ রাজ্যে পরিচালিত সকল সামাজিক ব্যবসা উদ্যোগের সমন্বয়কের দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। মালয়েশিয়ায় সামাজিক ব্যবসায়ে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং মালয়েশিয়ার ছয়টি বিশ্ববিদ্যালয়ের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের প্রতিনিধিগণ দেশটিতে সামাজিক ব্যবসার অগ্রগতি নিয়ে প্রফেসর ইউনূসের সাথে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হতে আলর সেতারে আগমন করেন। আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করে।

 

ছবির ক্যাপশন-: 

ছবির ক্যাপশন-: মার্চ ২৬, ২০২২ আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন-২০২২ অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এবং বিশ্ববিদ্যালটির বোর্ড অব গভর্ণরস এর সদস্যবৃন্দ। বাম থেকে: দাতো’ মুহাম্মদ জাইনাল শা’রি, প্রফেসর ড. রোসনা আওয়াং হাশিম, প্রফেসর মুহাম্মদ ইউনূস (চ্যান্সেলর), প্রফেসর দাতো’ ড. আব্দ আজিজ তাজুদ্দিন (ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়), এবং মিস শারিফাহ সোফিয়া সাইয়েদ মোখতার।

---

Related Contents