grameen ৩৭৫ তম সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাবে স্যানিটারি নেপকিন ও পানীয় জলের উপর সামাজিক ব্যবসা উদ্

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২০ অক্টোবর ২০১৬): 

 

গতকাল ২০ অক্টোবর ২০১৬  গ্রামীণ ব্যাংক অডিটেরিয়ামে ইউনূস সেন্টার কর্তৃক  আয়োজিত ৩৭৫ তম সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ১৬০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে অংশগ্রহণ করেন । নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন।

 

আজকের ডিজাইন ল্যাবে দু'টি উন্মুক্ত সামাজিক ব্যবসা প্রকল্প " স্যানিটারি নেপকিন - একটি অটোমেটিক প্রডাক্টশন লাইন"  প্রকল্পটি উপস্থাপন করেন। এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে মহিলা বিশেষ করে অল্প আয়ের মহিলাদের প্রতিযোগীতা মূলক দামে স্যানিটারি নেপকিন সামগ্রী সরবরাহ করা যাবে যা  মহিলাদের ঋতু সংক্রান্ত  স্বাস্থ্য সমস্যা মোকাবেলায়  সাহায্য করবে ।এই প্রকল্পের মাধ্যমে কোম্পানীটি অটোমেটিক মেশিনের মাধ্যমে বর্তমান  উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দৈনিক ৩০০০ হাজার  পিসের স্থলে ৬০০,০০০ পিস্ উৎপাদন  করতে পারবে। এভাবে কোম্পানীটি মাসে ১.৫ কোটি নেপকিন উৎপাদন করতে পারবে যা দেশের মোট বাজার চাহিদার প্রায় ১৫%।

 

দ্বিতীয় উন্মুক্ত সামাজিক ব্যবসাটি উপস্থাপন করেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের জনাব বিপ্লব চাকমা । শুভলং (নিরাপদ পানীয় জল সরবরাহ ) নামের এই প্রকল্পটি আশিকা মানবিক উন্নয়ন ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের যৌথ প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য পাহাড়ি  জেলা রাংগামাটিতে পানীয়  জলের  ঘাটতি পূরণ করা । লক্ষ্যনীয় যে, আশিকা ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের এইটি দ্বিতীয় প্রকল্প। প্রথম প্রকল্পটি হলো একই এলাকায় স্থানীয় উপজাতি মহিলাদের মাধ্যমে মাশরুম চাষ।

 

ডিজাইন ল্যাবে একটি গেষ্ট প্রজেক্টও উপস্থাপন করা হয় । ভিলা ব্রাজিল নামের  প্রকল্পটি উপস্থাপন করেন মিস মারিনা লরেন্স । এই প্রকল্পের উদ্দেশ্য কর্মশালার মাধ্যমে স্হানীয়  কমিউনিটিকে সামাজিক ব্যবসা ও তার উপকারিতা সম্পর্কে শিক্ষা দান করা । প্রকল্পটি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির  ইউনূস সেন্টারের । যেখানে মারিনা সামাজিক ব্যবসায়  গবেষক হিসেবে কাজ করে।

 

আজকের ডিজাইন ল্যাবে  নবীন উদ্যোক্তাদের চারটি ব্যবসা পরিকল্পনা উপস্থাপন করা হয় । ডিজাইন ল্যাবে উপস্থাপিত সব নবীন উদ্যোক্তারা হলেন  গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তান। উপস্থাপিত ব্যবসা গুলোর একটি হচ্ছে মিম সরদারের " মায়ের দোয়া -পেয়ারা খামার "। উপস্থাপিত পরবর্তী   ব্যবসাটি ছিল মোসামাৎ কোহিনূর বেগমের "সুরমা ক্লোথ এন্ড টেইলার্স" মোঃ খালিদ হাসান তার "মেসার্স ট্রাস্ট পোলট্রি ফার্ম"  প্রকল্পটি উপস্থাপন করেন । সবশেষে উপস্থাপনটি ছিল মোঃ হাশিমের "হাশিম হ্যান্ডি ক্রাফটস্" উপর।

 

আজকের ডিজাইন ল্যাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল এর  ব্যবস্হাপনা পরিচালক জনাব এরিক কেমপ্স এবং প্রশাসনিক প্রধান জনাব পেসকল্ উইবাংক। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল গ্রামীণ এবং ফ্রান্সের বিখ্যাত ব্যাংক ক্রেডিট এগ্রিকোল একটি যৌথ ক্ষুদ্র ঋন সংস্থা যা বর্তমানে পৃথিবীর ৩০ টি দেশে কাজ করছে। গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একটি সামাজিক ব্যবসার ফান্ডও পরিচালনা করে থাকে। বলিভিয়া,  ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকেও অতিথিরা আজকের ডিজাইন ল্যাবে উপস্থিত ছিলেন।

 

উপস্থাপিত সবগুলো ব্যবসা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ব্যবসাগুলো আরও পর্যালোচনার জন্য দলীয়ভাবে উপস্থাপন করা হয় । উপস্থাপিত সব গুলো প্রকল্প অর্থায়নের জন্য স্ব-স্ব দলের সমর্থন লাভ করে। প্রকল্প গুলো গ্রামীণ সামাজিক ব্যবসার তহবিলের যৌথ উদ্যোগ হিসেবে বিবেচিত এবং www.socialbusinesspedia.comএর মাধ্যমে মনিটরিং করা হয়।

 

জানুয়ারি ২০১৩ সালে ডিজাইন ল্যাব শুরু হওয়ার পর থেকে আজ ৩৭৫ তম   ডিজাইন ল্যাব পর্যন্ত ৮৮৬৫ প্রকল্প উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে ৮৮৫৯ প্রকল্প মূলধনী বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করেছে। নবীন উদ্যোক্তা প্রকল্প গুলোতে মূলধনের বিনিয়োগের পরিমাণ প্রকল্প প্রতি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা।

 

 

প্রফেসর মুহাম্মদ ইউনূস ল্যাবে উপস্থিত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে, এতো বিভিন্ন ধরণের ব্যবসায়িক আইডিয়া এখন বাস্তবে রূপ লাভ করেছে।

 

তিনি পরবর্তী সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাবে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। উল্লেখ্য যে আগামী মাসের  ২২  তারিখে উক্ত সামাজিক ব্যবসার ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 8th March, 2017

Related Publications