x বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক গঠিত বিশেষ স্বাস্থ্য কমিশনের জাতিসংঘের মহাসচিবের কাছে চূড়ান্

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (২০শে সেপ্টেম্বর ): 

স্বাস্থ্য ,কর্মসংস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উচ্চ পদস্থ কমিশনের সহকারী চেয়ারম্যান ফান্সের প্রেসিডেন্ট হলান্ড ও সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা কমিশনটির চুডান্ত  প্রতিবেদন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে তার সদর দফতরে আজ ২০শে সেপ্টেম্বর পেশ করেন। উল্লেখ্য যে, নোবেল বিজয়ী  প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব কতৃক নিযুক্ত উক্ত কমিশনের একজন সদস্য ছিলেন।

চলতি বছরের ২রা মার্চ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৈষম্য দূরীকরণ এবং অর্ন্তভ’ক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্বাস্থ্য এবং সামাজিক  ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত কমিশন গঠনের  ঘোষণা দেন ।

পেশকৃত প্রতিবেদনটি নীতির ভারসাম্য এবং কারিগরী ও ভৌগোলিক অভিজ্ঞতায় সমৃদ্ধকরনের লক্ষ্যে প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর জেনারেল ডঃ মার্গারেট চ্যান কর্তৃক আমন্ত্রিত কমিশনারগণের মধ্যে একজন ছিলেন।  অন্যান্য উল্লেখযোগ্য কমিশনারের মধ্যে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী  অর্থনীতিবিদ প্রফেসর জোসেফ স্টিগলিজ, ডঃ জুডিথ শামিয়ান এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন  ডঃ নিকোসাজানা লামিনি-জুমা।

আজ ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশাপাশি আয়োজিত আরো একটি অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবকে উক্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিক ভাবে অনান্য সকল কমিশনারের উপস্থিতিতে প্রদান করা হয়। এছাডাও আগের  দিন লানসেট সম্পাদক ডঃ রিচার্ড হরটনের সঞ্চালনায় জাতিসংঘের সদর দফতরে প্রতিবেদনটি অনুমোদনের লক্ষ্যে সকল কমিশনাররা একটি বৈঠকে একত্রিত হন।

স্বাস্থ্য খাতে নিয়োজিত জনশক্তি উন্নয়নের ব্যাপক প্রয়োজনীয়তা রাষ্ট্রসমূহের প্রধানদের উপলব্ধি করানোর লক্ষ্যে প্রতিবেদনটিতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা ২০৩০ অর্জনে ভুমিকা রাখে এরকম ১০ টি সুপারিশ পেশ করা হয়েছে। এই রিপোর্টে অন্তর্ভূক্ত করা হয়েছে- চাকুরী সৃষ্টি, নারী অধিকার, শিক্ষার প্রশিক্ষণ এবং দক্ষতা, স্বাস্থ্য সেবা প্রদান ও প্রতিষ্ঠান, সাশ্রয়ী তথ্য প্রযুক্তির ব্যবহার, সংকট ও মানবিক উন্নয়ন কাঠামো,  অর্থায়ন এবং আর্থিক সুযোগ, অংশীদারিত্ব ও সমন্বয়,  আন্তজার্তিক অভিভাসন, উপাত্ত, তথ্য এবং জবাবদিহিতা।

প্রতিবেদনটির বিশেষ অংশে সামাজিক ব্যবসার মাধ্যমে প্রচলিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত পৃথিবীর চরম দরিদ্র মানুষগুলিকে কিভাবে স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা যায় এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডাইরেক্টর জেনারেল নোবেল বিজয়ী  প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চান। চুডান্ত প্রতিবেদনটিতে তার পরামর্শ অর্ন্তভ’ক্ত করা হয়।

 



প্রফেসর মুহাম্মদ ইউনূস তার যুক্তি তুলে ধরে বলেন,  স্বাস্থ্য সেবা সমস্যার সমাধানের লক্ষ্যে এটিকে হতে হবে আরো বেশি  টেকসই এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একে আনতে হবে বিশ্বের প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং গুরূত্ব দিতে হবে  সামাজিক ব্যবসা উদ্যোগের ব্যাপক প্রসার এবং সকল প্রকার অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় সমূহ বর্জনের উপর।

যথাযথ বৈশ্বিক কাঠামো তৈরিতে সাহায্য এবং সুপারিশ গুলো যাতে জাতীয় সরকারের কর্ম পরিকল্পনার অর্ন্তভ’ক্ত করা হয় এবং এই সুপারিশগুলির জন্য আলাদাভাবে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন নিশ্চিতকরনের লক্ষ্যে প্রতিবেদনটিতে জাতিসংঘের মহাসচিব বরাবর সুপারিশ করা হয়েছে।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications