অলিম্পিক মশাল হাতে নিয়ে ড. ইউনূস দেশে তাঁর উৎফুল্ল সহকর্মীদের মধ্যে ফিরলেন।

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১১ আগস্ট ২০১৬):


নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেছেন। তাঁর সহকর্মীরা তুমুল হর্ষধ্বনির সাথে তাঁকে স্বাগত  জানিয়েছেন।

তাঁকে স্বাগত জানাতে আসা সহকর্মীদের সাথে তিনি তাঁর অলিম্পিক সফরের বিশাল অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি অলিম্পিক মশাল বহনের এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বার্ষিক সমাবেশে বক্তৃতা করার অভিজ্ঞতা তাঁদের কাছে বর্ণনা করেন। এছাড়াও তিনি “ইউনূস সোশ্যাল বিজনেস ব্রাজিল”-এর অগ্রগতি বিষয়ে সহকর্মীদের অবহিত করেন। উল্লেখ্য যে, ইউনূস সোশ্যাল বিজনেস ব্রাজিল একটি সামাজিক ব্যবসা কোম্পানী যা ব্রাজিলের ২৭টি রাজ্যের ১৩টিতে কাজ করছে। প্রফেসর ইউনূসের উপস্থিতিতে অতি সম্প্রতি ১০ মিলিয়ন মার্কিন ডলারের একটি সামাজিক ব্যবসা তহবিল চালু করেছে কোম্পানীটি ।
 

 
প্রফেসর ইউনূস অলিম্পিক ইউনিফর্ম পরিহিত অবস্থায় অলিম্পিক মশাল তুলে ধরে তাঁর সহকর্মীদের সঙ্গে ছবি তোলেন। এ সময়ে তিনি অপর হাতের তিন আঙ্গুল--অর্থাৎ বিশ্বের জন্য তাঁর “তিন শূন্য”র লক্ষ্য--প্রদর্শন করছিলেন।

ছবিঃ নাছির আলি মামুন/ইউনূস সেন্টার
 

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications