রিও অলিম্পিকের উদ্বোধনীতে অলিম্পিক মশাল বহনের সম্মান দেয়া হচ্ছে প্রফেসর ইউনূসকে

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (আগষ্ট ২,  ২০১৬):

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ কর্তৃক শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ব্রাজিলের রিও-তে অনুষ্ঠেয় ২০১৬ সালের অলিম্পিক গেম্সে অলিম্পিক মশাল বহনের সম্মান দেয়া হচ্ছে। রিও ২০১৬ অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার মিশনে প্রফেসর ইউনূসের অংশগ্রহণ চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

অলিম্পিক গেম্সের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ২০১৬ ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়। ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে সেদেশের রাজধানী ব্রাজিলিয়া থেকে। সারা দেশ পরিভ্রমণের পর রিও ২০১৬ অলিম্পিকের মশালযাত্রা শেষ হবে ৫ আগষ্ট ২০১৬ মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেম্সের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রফেসর ইউনূস ৪ আগষ্ট ২০১৬ রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন।

প্রফেসর ইউনূস ৪ আগষ্ট ২০১৬ রিও-তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত জাতীয় অলিম্পিক কমিটিসমূহের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রফেসর ইউনূস অ্যাথলেটিক্স, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন। একবারে তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাথলেটিক্স এবং স্পোর্টস জগতের মধ্যে একটি সামাজিক মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে প্রফেসর ইউনূস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একযোগে কাজ করে যাবেন। সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সকল অনুষ্ঠান, ভেন্যু ও সংগঠন যেন উদ্যোগ নেয় এ ব্যাপারে তাঁরা কাজ করবেন।

অলিম্পিক গেম্সের শুরু  খ্রিষ্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসের অলিম্পিয়াতে। খ্রিষ্টপূর্ব ৭৭৬ সাল থেকে ৩৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই গেম্স প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রাচীন অলিম্পিক গেম্স ১,১৭০ বছর স্থায়ী হয়। আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম চালু হয় ২৪ মার্চ ১৮৯৬ রবিবার গ্রিসের এথেন্সে। অলিম্পিক মশাল বহনের প্রথা চালু হয় ১৯৩৬ সালে জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে।

রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেম্সের ৩১তম অনুষ্ঠান, যেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধুলার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রফেসর ইউনূস ২ থেকে ৯ আগষ্ট ২০১৬ ব্রাজিলে অবস্থান করবেন।

 


ছবির ক্যাপশনঃ সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত অলিম্পিক সদর দপ্তরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি মিঃ টমাস বাখের সাথে নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবিটি এ বছরের জানুয়ারী মাসে প্রফেসর ইউনূসের অলিম্পিক সদর দপ্তর পরিদর্শনের সময়ে তোলা।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications