ইউনূসকে স্পেনের ক্যাটালনিয়ার প্রেসিডেন্টের অভ্যর্থনা

ইউনূস সেন্টার  প্রেস রিলিজ (২৮ জানুয়ারী ২০১৬):

স্পেন এর ক্যাটালনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট চার্লস পিগডেমন্ট এর আমন্ত্রণে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ২৬ জানুয়ারী মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদ সফর করেন। প্রেসিডেন্ট পিগডেমন্ট, যিনি মাত্র দুই সপ্তাহ আগে দায়িত্বভার গ্রহণ করেন, ক্যাটালনিয়ার অর্থনেতিক কর্মসূচি নিয়ে প্রফেসর ইউনূসের সাথে পরামর্শ করার আগ্রহ প্রকাশ করেন। প্রফেসর ইউনূস বার্সেলোনায় প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছালে প্রেসিডেন্ট তাঁকে সাদর অভ্যর্থনা জানান। প্রফেসর ইউনূস এ সময়ে ট্যান্ডেম সোশ্যাল আয়োজিত বার্সেলোনা সামাজিক ব্যবসা নগরীর উদ্বোধন সংক্রান্ত অনুষ্ঠানে বার্সেলোনায় ছিলেন। প্রেসিডেন্টের সাথে আলোচনায় প্রফেসর ইউনূস তাঁকে বলেন যে, উপযুক্ত সুযোগ পেলে প্রত্যেক মানুষের মধ্যেই তার নিজের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। তিনি আরো বলেন যে, চাকুরী সৃষ্টি একটি ভুল অভিমুখীনতা এবং তরুণদের বরং উদ্যোক্তা হবার সুযোগ দেয়া উচিত। তিনি এ প্রসঙ্গে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক কর্মসূচি থেকে উদাহরণ দেন এবং নবীন উদ্যোক্তা কর্মসূচির বিস্তারিত প্রেসিডেন্টের নিকট ব্যাখ্যা করেন যা তরুণদের তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট প্রফেসর ইউনূসকে বাংলাদেশে ও বিশ্বব্যাপী তাঁর অসাধারণ কর্মকান্ডের জন্য অভিনন্দন জানান। তিনি বিশেষভাবে বার্সেলোনায় লা কাইক্সা ব্যাংকের মাধ্যমে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রফেসর ইউনূসের সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান। ক্যাটালনিয়ার পররাষ্ট্র মন্ত্রীও এই সভায় উপস্থিত ছিলেন।

 

ট্যান্ডেম সোশ্যাল, যা বার্সেলোনাকে সামাজিক ব্যবসা নগরী হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এর আমন্ত্রণে প্রফেসর ইউনূস ২৬-২৭ জানুয়ারী বার্সেলোনা সফরে ছিলেন। শহরটিকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত হতে হলে ৪টি শর্ত পূরণ করতে হবে: (১) সামাজিক ব্যবসার জন্য মেয়রের সমর্থন, (২) একটি সামাজিক ব্যবসা তহবিল প্রতিণ্ঠা, (৩)  নগরীতে কমপক্ষে ৩টি সামাজিক ব্যবসা সৃষ্টি, এবং (৪) কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্র চালু।

সামাজিক ব্যবসা নগরী হিসেবে বার্সেলোনায় প্রার্থিতার পক্ষে প্রফেসর ইউনূসের নিকট নগরটির কর্মকান্ড তুলে ধরতে ট্যান্ডেম সোশ্যাল সামাজিক ব্যবসার উপর একটি অর্ধ-দিবস ফোরামের আয়োজন করে। এর অন্তর্ভূক্ত ছিল নগরে পরিচালিত সামাজিক ব্যবসা কার্যক্রমের উপর উপস্থাপনা, প্রফেসর ইউনূস ও বিভিন্ন পেশাজীবিদের সাথে সামাজিক ব্যবসার তত্ত্ব ও চর্চা নিয়ে একটি গোল টেবিল আলোচনা, ইউনূস সেন্টার কর্তৃক একটি উপস্থাপনা এবং অনুষ্ঠানে প্রফেসর ইউনূসের মূল ভাষণ। বার্সেলোনার ডেপুটি মেয়র, নগরীর উচ্চ পর্যায়ের কর্তকর্তাবৃন্দ, শিক্ষাবিদগণ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকগণ এবং সিভিল সোসাইটি ও এনজিও প্রতিনিধিবৃন্দ সহ এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

ফোরাম অনুষ্ঠানের পর প্রফেসর ইউনূস বার্সেলোনার ৭টি বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের সাথে একটি পৃথক বৈঠক করেন। এই ৭টি বিশ্ববিদ্যালয় তাদের মূল পাঠ্যসূচিতে সামাজিক ব্যবসাকে অন্তর্ভূক্ত করবে এবং বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে একটি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করবে। তিনি নিকটবর্তী দু’টি শহরের মেয়র এবং অন্য তিনটি মিউনিসিপ্যালিটির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন যারা সামাজিক ব্যবসা নগরীতে পরিণত হতে আগ্রহী। তাঁর অবস্থানকালে প্রফেসর ইউনূস বার্সেলোনার আশেপাশে প্রতিষ্ঠিত পাঁচটি সামাজিক ব্যবসাও পরিদর্শন করেন। এগুলোর মধ্যে ছিল একটি পুরোন কাপড় রিসাইক্লিং ব্যবসা, অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য একটি হসপিটালিটি ট্রেনিং ইনষ্টিটিউট, মানসিকভাবে পীড়িতদের দ্বারা পরিচালিত একটি প্রিন্টিং ও প্যাকেজ ডেলিভারী ব্যবসা, এবং প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত একটি কল সেন্টার ব্যবসা। এছাড়াও বার্সেলোনা ফুটবল ক্লাব প্রফেসর ইউনূসকে একজন ভিআইপি অতিথি হিসেবে অভ্যর্থনা জানায়। বার্সেলোনা ফুটবল ক্লাব ফাউন্ডেশন বার্সেলোনা সামাজিক ব্যবসা নগরী প্রার্থী উদ্যোগের অন্যতম পার্টনার ও তারা সুবিধা-বঞ্চিতদের সেবা করতে প্রফেসর ইউনূসের নিকট থেকে শিক্ষা নিতে চায়।

 

এছাড়াও প্রফেসর ইউনূস বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির আমন্ত্রণে তাঁর সম্মানে আয়োজিত তাদের একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

 

 

ছবির ক্যাপশন:

 

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস স্পেন এর ক্যাটালনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট চার্লস পিগডেমন্ট এর আমন্ত্রণে ২৬ জানুয়ারী মঙ্গলবার বার্সেলোনায় প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছালে প্রেসিডেন্ট তাঁকে সাদর অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট প্রফেসর ইউনূসকে বাংলাদেশে ও বিশ্বব্যাপী তাঁর অসাধারণ কর্মকান্ডের জন্য অভিনন্দন জানান। তিনি বিশেষভাবে বার্সেলোনায় লা কাইক্সা ব্যাংকের মাধ্যমে নগরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রফেসর ইউনূসের সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

 

 

 

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications