ইসলামী উন্নয়ন ব্যাংক-কে পরামর্শ দিলেন ড. ইউনূস

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (মার্চ ১২, ২০১৬ ):


নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞের একটি উচ্চ পর্যায়ের সভায় যোগদান করেন। আইডিবি’র “প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেল”-এর এই সভাটি জেদ্দা, সৌদি আরবে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্চ ১২, ২০১৬ অনুষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে আইডিবি “প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেল” ইসলামী উন্নয়ন ব্যাংকের কর্মসূচি ও পরিচালনা এবং ব্যাংকটির সার্বিক কৌশলগত বিষয়ে প্রেসিডেন্টকে নিরপেক্ষ পরামর্শ প্রদান করতে এবং ব্যাংকের সদস্য রাষ্ট্রগুলোর সুবিধার্থে বিভিন্ন বিষয়ে নীতিগত দিক-নির্দেশনা দিতে আইডিবি প্রেসিডেন্টের সাথে কাজ করে থাকে।

আইডিবি প্রেসিডেন্ট ড. আহমাদ মোহামেদ আলী উপদেষ্টা প্যানেল বৈঠকে তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “ইসলামী উন্নয়ন ব্যাংক যুব সমাজের শক্তি ও সৃষ্টিশীলতার উপর সচেতনতা তৈরীতে আগ্রহী।” তিনি আরো বলেন, “আমাদের সদস্য দেশগুলো পিছিয়ে পড়ার সত্যিকার বিপদের মধ্যে রয়েছে। এই মূহুর্তে পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর ৫০ দেশের ২৪টিই OIC-র সদস্য রাষ্ট্র।”

প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে জাতিসংঘের “টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ” (Sustainable Development Goals) বাস্তবায়নের চ্যালেঞ্জের উপর জোর দেন এবং বলেন যে, আইডিবি-র উচিত তার সদস্য দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে যথাসম্ভব মনোনিবেশ করা। তিনি তাঁর ৩টি শূন্য’র লক্ষ্য অর্থাৎ “শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নীট কার্বন নিঃসরণ” বিস্তারিত ব্যাখ্যা করেন। এছাড়াও তিনি ইসলামী উন্নয়ন ব্যাংকের অংশ হিসেবে সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টির প্রস্তাব করেন।

প্রফেসর ইউনূস ছাড়াও আইডিবি প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেলের সদস্যদের মধ্যে রয়েছেন তুরষ্কের প্রাক্তন প্রেসিডেন্ট ড. আব্দুল্লাহ্ গুল; গিনি’র প্রাক্তন শিক্ষা মন্ত্রী, ইউনেস্কো মহাপরিচালকের উপদেষ্টা এবং আইডিবি’র মহিলা উপদেষ্টা প্যানেলের সদস্য জনাব আইচা বাহ দিয়ালো; বুরকিনা ফাসোর প্রাক্তন অর্থমন্ত্রী, ঐ দেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল/বিশ্ব ব্যাংকের কান্ট্রি গভর্নর এবং আফ্রিকান উন্নয়ন ব্যাংকের প্রাক্তন ভাইস গভর্নর জনাব বিনতো সানোগহ; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রাক্তন মহপরিচালক ও সেন্ট্রাল ব্যাংক অব ওয়েষ্ট আফ্রিকার প্রাক্তন মহাসচিব ড. জ্যাক দিউফ; স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রাক্তন গভর্নর, প্রশাসন ইনষ্টিটিউটের ডীন ও পরিচালক এবং সরকারী সংস্কার বিষয়ক জাতীয় কমিশনের চেয়ারম্যান ড. ইশরাত হুসেন; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ডের ডীন ও প্রাক্তন নির্বাহী পরিচালক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইসলামিক ফাইনান্সের প্রথম  চেয়ারপার্সন প্রফেসর আব্বাস মিরাখর প্রমূখ।


ছবির ক্যাপশন:
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরে আইডিবি প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেলের একটি উচ্চ পর্যায়ের পরামর্শক সভায় অন্যান্য প্যানেল সদস্যদের সাথে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস।

Source Link:

Source: Yunus Centre

Updated Date: 9th March, 2017

Related Publications