ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে আলোচনায় অধ্যাপক ইউনূস

Created By: Yunus Centre 13th May, 2024

ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে আলোচনায় অধ্যাপক ইউনূস

ইউনূস সেন্টার প্রেস রিলিজ – মে ১৩, ২০২৪

 

মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূসের সংগে  ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব আন্দ্রেয়া আবোদি রোমে তার অফিসে  একটি  আলোচনা সভা করেন।

 

ইউনূসের গ্লোবাল সংস্থা  ইউনূস স্পোর্টস হাব মিলান কর্টিনো শীতকালীন অলিম্পিক ২০২৬-এ সামাজিক ব্যবসার মাত্রা যোগ করতে  অলিম্পিক আয়োজক কমিটির সাথে অংশীদারিত্ব করছে। ইতালির অলিম্পিক কমিটির চেয়ারম্যান মিঃ জিওভানি মালাগো এবং আরো অন্যান্য উচ্চ পর্যায়ের ক্রীড়া কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

মিলান কোর্টিনো ২০২৬ ফাউন্ডেশন এর সিইও আন্দ্রেয়া ভার্নিয়ার, চিফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড লিগ্যাসি অফিসার ডায়ানা বিয়ানচেডি এবং হেড অফ লিগ্যাসি ইয়াকোপো মাজেত্তি বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনা ২০২৬ সালে মিলানো কর্টিনায় যুবক এবং বিশ্ববিদ্যালয়গুলির একীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খেলাধুলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

 

মিলানো কর্টিনা গেমসের সামাজিক ব্যবসা প্রোকিউরমেন্ট প্রোগ্রাম ইউনূস স্পোর্টস হাবের সাথে অংশীদারিত্বে গঠিত।

 

পরে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ সামাজিক প্রোকিউরমেন্ট বিষয়ে আলোচনা করতে বিএনএল এবং বিএনপি পারিবা'র চেয়ারম্যান ক্লডিয়া ক্যাটানি এবং তার কার্যনির্বাহী দলের সাথে উচ্চ পর্যায়ের সভা আনুষ্ঠিত হয়। দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ বিএনপি পারিবা টাইটেল স্পন্সর।

ছবির ক্যাপশন ১: প্রফেসর ইউনূসকে ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব আন্দ্রেয়া আবোদি তার অফিসে মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬ এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অভ্যর্থনা জানান।

ছবির ক্যাপশন ২: প্রফেসর ইউনূসকে ইতালির যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব আন্দ্রেয়া আবোদি তার অফিসে মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬- এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অভ্যর্থনা জানান।ইতালির অলিম্পিক কমিটির চেয়ারম্যান মিঃ জিওভানি মালাগো এবং উচ্চ ক্রীড়া কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।