২৮-২৯ জুলাই সামাজিক ব্যবসা দিবসে আন্তর্জাতিক সম্মেলন
প্রেস রিলিজ (ঢাকা, ১৮ জুলাই ২০১৭)
২,০০০ স্থানীয় ও আন্তর্জাতিক অংশগ্রহণকারী বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবেন
২৮-২৯ জুলাই ২০১৭ উদ্যাপিত হতে যাচ্ছে ৭ম বার্ষিক সামাজিক ব্যবসা দিবস। ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এ বছরের সামাজিক ব্যবসা দিবসের মূল আলোচ্য বিষয় হচ্ছে: “সম্পদ কেন্দ্রীকরণ বন্ধ করা কি সম্ভব?”
৭ম বার্ষিক সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠিত হবে জিরাবো, সাভার, ঢাকায় অবস্থিত “সামাজিক কনভেনশন সেন্টার”-এ। নবনির্মিত এই ২,০০০ আসনের কনভেনশন সেন্টারটি নিজেই একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। সামাজিক ব্যবসা দিবস বিশ্ব জুড়ে জরুরী সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানকল্পে সামাজিক ব্যবসার অধীনে অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্লাটফর্ম।
এই বাৎসরিক সম্মেলনের উদ্দেশ্য পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা, বিতর্ক ও অভিজ্ঞতা বিনিময়। এ বছরের অনুষ্ঠানে সম্পদ কেন্দ্রীকরণ এবং ক্রমবর্ধমান সম্পদ বৈষম্য কমিয়ে আনার বিভিন্ন উদ্ভাবনমূলক উপায় নিয়ে বিশেষভাবে জোর দেয়া হবে।
দুই দিনের অনুষ্ঠান
দু’দিন ধরে চলা এই সম্মেলনে থাকছে বিশ্ব জুড়ে সামাজিক ব্যবসা নিয়ে কাজ করছেন এমন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং তা নিয়ে আলোচনা। অংশগ্রহণকারীরা পৃথিবীর বিভিন্ন দেশের সামাজিক ব্যবসায়ীদের নিকট থেকে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানতে পারবেন।
কারা আছেন বিশিষ্ট বক্তাদের তালিকায়
এ বছরের সামাজিক ব্যবসা দিবস উদ্বোধন করবেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ৩৬টিরও বেশী দেশ থেকে ৫০০ জনেরও বেশী আন্তর্জাতিক অংশগ্রহণকারীসহ ২ হাজারের অধিক অতিথি ও অংশগ্রহণকারী এতে যোগদান করছেন। জাতি সংঘের সহকারী মহাসচিব এবং জাতি সংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক জনাব টমাস গাস অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করবেন। অন্যান্য বিশিষ্ট বক্তাদের মধ্যে থাকবেন বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব জোয়েল বোজো, যিনি এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জনাব টমাস বাখের প্রতিনিধিত্ব করবেন; ব্যবসাকে মানুষ ও পৃথিবীমুখী করার চেষ্টায় কাজ করে যাওয়া ব্যবসায়ী বিশ্ব নেতাদের সংগঠন সুইজারল্যান্ডের “দি বি টিম” এর প্রধান নির্বাহী জনাব কীথ টুফলে; প্রথাগত ব্যবসার পাশাপাশি সমান্তরাল ব্যবসা হিসেবে সামাজিক ব্যবসা গড়ে তোলার লক্ষ্যে ফ্রান্সের এক ডজন শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানী কর্তৃক গঠিত আনুষ্ঠানিক সংগঠন “অ্যাকশন ট্যাংক এন্টারপ্রাইজ এট পুভরে” এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জ্যাক বার্জার; তান শ্রী দাতো’ আজমান মোখতার এর প্রতিনিধি এবং মালয়েশিয়ান সরকারের মালিকানাধীন মাল্টি বিলিয়ন ডলার বিনিয়োগ ফান্ড “খাজানাহ্ নাসিওনাল বেরহাদ” এর ব্যবস্থাপনা পরিচালক জনাব দাতো’ চারণ মোখজানি; আজারবাইজান প্রজাতন্ত্রের শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মাননীয় উপমন্ত্রী জনাব মাটিন কারিমলি; ভারতের টাটা সাসটেইন্যাবিলিটি গ্রুপের প্রধান নির্বাহী জনাব শংকর ভেংকটেস্মরণ; নিউইয়র্কের “প্রিন্সটন গ্রোথ ভেঞ্চারস” এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব রাংগু সালগামে; মুম্বাইয়ে বসবাসকারী বিশিষ্ট বাঙালী অভিনেতা ও চিত্র পরিচালক জনাব রাহুল বোস; “চায়না একাডেমী ফর ফাইনান্সিয়াল ইনক্লুশন” এর পরিচালক জনাব বাই ডুওগুয়াং; “চায়না ফিলানথ্রপি রিসার্চ ইনস্টিটিউট’ এর পরিচালক জনাব ওয়াং ঝেনইয়াও; “হানি বী নেটওয়ার্ক” এর প্রতিষ্ঠাতা ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ এর অধ্যাপক ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী পদকপ্রাপ্ত জনাব অনিল কুমার গুপ্ত; ফান্স ও আরো ১৬টি দেশে কাজ করা ফ্রান্স ভিত্তিক বহু বিলিয়ন ডলারের সামাজিক বিনিয়োগ ফান্ড “ল্য কম্পটো দ্য ল’ইনোভেশন” এর চেয়ারম্যান জনাব নিকোলাস হাজার্ড; “ইস্ট এশিয়ান গ্রোথ মার্কেট্স অ্যাট অষ্ট্রেলিয়ান ট্রেড কমিশন” এর মহাব্যবস্থাপক জনাব ডেভিড ল্যান্ডার্স; ভারতের “কলিংগ ইনস্টিটিউট অব ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজী” এর প্রতিষ্ঠাতা প্রফেসর অচ্যুত সামন্ত; কানাডা-ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী “সি-টু, মন্ট্রিয়েল” এর প্রেসিডেন্ট জনাব রিচার্ড সেইন্ট-পিয়েরে প্রমূখ। এছাড়াও প্যারিসের মেয়র, জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক, এবং জাতি সংঘ পরিবেশ কর্মসূচির পরিচালক অনুষ্ঠানে তাঁদের প্রতিনিধি প্রেরণ করছেন। অনুষ্ঠানে আরো যোগদান করছেন মেক্সিকো, ভারত ও জিম্বাবুয়ের তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। এঁরা হচ্ছেন মেক্সিকোর অটোনোমাস ইউনিভার্সিটি অব বাহা ক্যালিফোর্নিয়া (ইউএবিসি) এর উপাচার্য ড. হুয়ান ম্যানুয়েল ওসেগেদা হেরনান্দেজ, ভারতের পাঞ্জাবে অবস্থিত চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজিন্দর সিং বাওয়া এবং জিম্বাবুয়ের হারারেতে অবস্থিত ক্যাথোলিক ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের উপাচার্য প্রফেসর রাংগা জিনয়েম্বা।
প্লেনারী ও প্যানেল সেশন
অনুষ্ঠানে তিনটি প্রধান প্লেনারী আলোচনা অনুষ্ঠিত হবে। এর একটি হবে সম্পদ কেন্দ্রীকরণের উপর, একটি সমান্তরাল ব্যবসা হিসেবে কর্পোরেট সৃষ্ট সামাজিক ব্যবসার উপর, এবং আরেকটি হবে ক্রীড়া জগতে সামাজিক ব্যবসায়ের ভূমিকার উপর । এছাড়াও থাকছে বিভিন্ন প্যানেল সেশন। প্যানেল সেশনগুলো যেসব বিষয়ের উপর আলোকপাত করবে তার মধ্যে থাকবে: “কীভাবে জয়েন্ট ভেঞ্চার পার্টনার খুঁজে বের করা যায় ও তাদের সাথে কাজ করা যায়”, “সামাজিক ব্যবসার রেপ্লিকেশন”, “নিজ দেশে সামাজিক ব্যবসার জন্য কীভাবে সম্পদ সমাবেশ করা যায়”, এবং “শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য সামাজিক ব্যবসা”। সম্মেলনের দুই দিনে ১৫টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কান্ট্রি ফোরাম
অনুষ্ঠানে আরো থাকছে ৯টি দেশীয় ফোরাম যেখানে সামাজিক ব্যবসা পরিচালনাকারী, সামাজিক ব্যবসায়ে বিনিয়োগকারী এবং সামাজিক ব্যবসায়ে উৎসাহীগণ তাঁদের নিজ নিজ দেশে সামাজিক ব্যাবসা পরিস্থিতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন। যেসব দেশ নিজ নিজ কান্ট্রি ফোরাম অনুষ্ঠান করবে সেগুলো হচ্ছে: বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, জাপান, ভারত, অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও প্যাসিফিক, থাইল্যান্ড, ইউরোপ ও ল্যাটিন আমেরিকা।
মার্কেট প্লেস
এছাড়াও সম্মেলনে থাকছে একটি সামাজিক ব্যবসা মার্কেটপ্লেস যা অংশগ্রগণকারীদেরকে বৃহত্তর নেটওয়ার্কিংয়ের সুযোগ এনে দেবে। মার্কেটপ্লেসে বাংলাদেশ এবং এশিয়া, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কাজ করছে এমন বিভিন্ন সামাজিক ব্যবসার পণ্য ও কর্মসূচির প্রদর্শনী থাকবে। “নবীন উদ্যোক্তা” কর্মসূচি, যা বেকার তরুণদেরকে আতœ-নির্ভর উদ্যোক্তায় পরিণত হতে সহায়তা করে যাচ্ছে, মার্কেটপ্লেসে নবীন উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সমাবেশের আয়োজন করবে।
সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া প্রাক-সম্মেলন
৩০ জুলাই সামাজিক ব্যবসার উপর আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে। নভেম্বর ৮, ২০১৭ প্যারিসে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া কনফারেন্সের একটি প্রাক-সম্মেলন হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে। ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত হয়েছে পৃথিবীর এমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক, ছাত্র ও গবেষকবৃন্দ সামাজিক ব্যবসার তত্ত্ব ও প্রয়োগ সংক্রান্ত অ্যাকাডেমিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করতে এখানে সমাবেত হবেন।