ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন প্রধানমন্ত্রী মোদি

০৫ জানুয়ারি ২০১৭,বৃহস্পতিবার, ০০:৪১

 

ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত আরো পাঁচজন নোবেল লরিয়েটের সাথে প্রফেসর ইউনূসকে গত সোমবার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী দিনে এই সম্মাননা প্রদান করলেন প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেনÑ অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু, কয়েকজন ইউনিয়ন মন্ত্রী এবং ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা।
প্রধানমন্ত্রী মোদি ও অন্য বক্তারা ভারতের বিজ্ঞাননীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ভারতীয় সমাজকে কিভাবে রূপান্তরিত করছে ও ভারতকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে তাদের বক্তব্য রাখেন।
পাঁচ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে অনুষ্ঠিত কংগ্রেসে আরো যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মুখ্য বিজ্ঞাননীতি প্রণেতা ও প্রশাসকগণ এবং ভারতের সব রাজ্য থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র।
বরাবরের মতোই ভারতীয় বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে পুরো শহরজুড়ে বিরাজ করছে একটি উৎসবমুখর পরিবেশ এবং শহরটি রূপ নিয়েছে একটি আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনীতে। গতকাল কংগ্রেসের একটি প্ল্যানারি সেশনে ভাষণ দেবেন প্রফেসর ইউনূস। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞপ্তি।

Source Link: http://www.dailynayadiganta.com/detail/news/184720

Source: The Daily Nayadiganta

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015