সামাজিক ব্যবসার মাধ্যমে ক্রীড়া বিশ্ব ও খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য প্রফেসর ইউনূসকে সম্মাননা জানালো প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাব

13th March, 2017

  সামাজিক ব্যবসার মাধ্যমে ক্রীড়া বিশ্ব ও খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য প্রফেসর ইউনূসকে সম্মাননা জানালো প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাব

ইউনূস সেন্টার প্রেস রিলিজ (১৩ মার্চ ২০১৭)

প্যারিসের বিশ্বখ্যাত প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাব (পিএসজি  হ্যান্ডবল ক্লাব) নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ১২ মার্চ ২০১৭ অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ম্যাচে জার্মানীর কিয়েল ক্লাবের বিরুদ্ধে তাদের খেলা দেখতে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। উল্লেখ্য যে, পিএসজি  হ্যান্ডবল ক্লাব ৬ বারের ইউরোপীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ন।

প্রফেসর ইউনূসের উপভোগ করা ম্যাচটিতে পিএসজি অনায়াসে জয়লাভ করে। খেলার শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হতে ও তাদের সাথে ছবি তুলতে পিএসজি ক্লাবের পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয় এবং ক্রীড়া বিশ্বের প্রতি তাঁর সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাঁকে ক্লাবের সম্মানসূচক সদস্যপদ প্রদান করে ও ক্লাবের জার্সি উপহার দিয়ে সম্মানিত করা হয়। পিএসজি ক্লাবের সম্মানিত অতিথি হিসেবে ক্লাবটির সকল খেলা দেখার জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়।

খেলা শেষে খেলোয়াড়রা সকলে প্রফেসর ইউনূসকে অভিবাদন জানান। প্রফেসর ইউনূসও তাঁদের অভিনন্দন জানান। ২০২৪ সালের অলিম্পিক প্যারিসে অনুষ্ঠানের ব্যাপারে প্রফেসর ইউনূসের সহায়তার জন্য খেলোয়াড়রা তাঁকে ধন্যবাদ জানান। ক্লাবের পক্ষ থেকে অলিম্পিক স্বর্ণপদক জয়ী  ক্যাপ্টেন থিয়েরী ওমেয়ার প্রফেসর ইউনূসকে ক্লাবের জার্সি উপহার দেন এবং তাঁকে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্তির ঘোষণা দেন। ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রফেসর ইউনূসের সাথে তাঁরা গ্রুপ ছবিও তোলেন।

এছাড়াও প্রফেসর ইউনূস এ বছরের ৬-৭ নভেম্বর গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের আয়োজনে প্যারিসে অনুষ্ঠেয় বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের (Global Social Business Summit) একটি পৃথক প্রস্তুতিমূলক সভায় যোগ দেন। এই সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, এ বছরের শীর্ষ সম্মেলনে ক্রীড়া ও অ্যাথলেটিক বিশ্বের সামাজিক অভিমুখীনতার উপর বিশেষভাবে জোর দেয়া হবে। ২০২৪ অলিম্পিক যেখানেই অনুষ্ঠিত হোক না কেন, শীর্ষ সম্মেলনে এই উদ্দেশ্যে সকল ধরনের আইডিয়া উপস্থাপন করা হবে। এ বছরের সেপ্টেম্বরে যদি প্যারিসকে ২০২৪ অলিম্পিকের অনুষ্ঠানস্থল হিসেবে বাছাই করা হয় তাহলে ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব অলিম্পিক আয়োজক কমিটিকে সর্বোচ্চ সামাজিক অভিমুখীনতা দিতে ও উক্ত অলিম্পিককে একটি অনবদ্য অভিজ্ঞতায় পরিণত করতে আয়োজক কমিটিকে সাথে একসঙ্গে কাজ করবে।

এছাড়া বিশ্ব সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে অলিম্পিক প্রস্তুতির উপর একটি পৃথক সেশন অনুষ্ঠিত হবে। এই সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, অবসরে যাওয়া ক্রীড়াবিদ ও অ্যাথলেটদের একটি বড় প্রতিনিধিদলকে সম্মেলনে নিয়ে আসা হবে যাঁরা একটি বিশেষভাবে সৃষ্ট বিনিয়োগ তহবিলের সহায়তায় উদ্যোক্তা হিসেবে তাঁদের জীবন শুরু করবেন। ইউনূস সেন্টার বাংলাদেশ থেকে ক্রীড়াবিদ ও অ্যাথলেটদের একটি প্রতিনিধিদলকে তাঁদের ব্যবসাগুলোর জন্য তহবিল সংগ্রহে প্রতিযোগিতা করতে প্যারিসের এই শীর্ষ সম্মেলনে নিয়ে যাবে

প্রফেসর ইউনূস এরপর গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সভায় অংশগ্রহণ করেন। বিশ্ব ব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচিকে সহায়তা দিতে ৯ বছর আগে এই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়। এটি ফ্রান্সের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট এগ্রিকোল ও বাংলাদেশের গ্রামীণ ট্রাস্টের একটি যৌথ উদ্যোগ।

গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফাইনান্স ফাউন্ডেশন গত ১০ বছরে ৪টি মহাদেশের ২৩টি দেশে ৫০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ১৫টি সামাজিক ব্যবসা কোম্পানীতে ৩৭.০৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। আগামী বছর ফাউন্ডেশনটি তার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করবে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সামাজিক ব্যবসায়ে বিনিয়োগের উদ্দেশ্যে ফাউন্ডেশনটি যে সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টি করেছে তা প্যারিসকে সামাজিক ব্যবসা নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবহার করা হবে।

ছবির ক্যাপশন-১: তিন বারের অলিম্পিক পদক জয়ী এবং প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাবের ক্যাপ্টেন থিয়েরী ওমেয়ারকে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশন-২: নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে প্যারিস সেন্ট-জার্মান হ্যান্ডবল ক্লাবের প্যারিস অলিম্পিক ২০২৪-এর লোগো (আইফেল টাওয়ার ভিত্তিক) সম্বলিত জার্সি পরিহিত অবস্থায় ক্লাবের খেলোয়াড়দের সাথে দেখা যাচ্ছে।

 

-------

Related Contents