প্রাক্তন শিক্ষার্থীদের এক প্লাটফরমে আসার তাগিদ

চবি ব্যাচ-৩১ ক্লাবের গোলটেবিল আলোচনা

প্রাক্তন শিক্ষার্থীদের এক প্লাটফরমে আসার তাগিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের একটি অভিন্ন প্লাটফরমে আসার তাগিদ দিয়েছেন উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা। এজন্য প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ব্যাপারে একমত পোষণ করেন তারা।

আগামী ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তির আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

গতকাল শনিবার দুপুরে চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেডের এক গোলটেবিল বৈঠক নগরীর কাজীর দেউড়ি অ্যাপোলো শপিং সেন্টারে অবসি’ত ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে মূল বক্তব্য উপস’াপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যাচ-৩১ ক্লাবের নির্বাহী সদস্য ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চিন্তা করছি কীভাবে সবাইকে এক করা যায়। এজন্য আগামী ১৮ নভেম্বরকে বেছে নিয়েছি। ওইদিন চবির ৫০ বছর পূর্তি পালন করা হবে। এর আগেই সব ব্যাচের সঙ্গে বৈঠক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য গঠনতন্ত্র তৈরির কাজ করা হবে। চবির বিভিন্ন বিভাগে অনেকগুলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। আমাদের কাজ হবে একটি অভিন্ন অ্যালামনাই গঠন করে সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা।’
চাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমাদের সারাজীবনই এ বিশ্ববিদ্যালয়কে লালন করতে হবে।’
সাবেক চাকসু ভিপি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি এসএম ফজলুল হক বলেন, ‘আমি যখন যেখানেই যে দায়িত্ব পালন করেছি, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ধারণ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকেই দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আলোকিত করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক।’
চবির ৮২ তম ব্যাচের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাকি বলেন, ‘চবির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রাজনীতির উর্ধ্বে উঠে একটি অভিন্ন প্লাটফরম তৈরি করা এখন সময়ের দাবি। যা বাস্তবায়ন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে।’
রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের আহ্বান জানান।
চবি ব্যাচ-৩১ ক্লাবের সভাপতি রমিজ আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন, ‘চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. ফরিদ উদ্দিন আহমেদ, বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ সরওয়ার হোসাইন আজিজ, দাউদ আবদুল্লাহ, বিজন পাল, দীপক দত্ত, কামরুল হাসান হারুন, নুরুল আরশাদ চৌধুরী, এস এম জাকের হোসাইন, লিয়াকত আলী লেকু, আলী মনসুর, পূরবী রুদ্র, শাহরিয়ার খালেদ, মহানগর পুলিশের উপ-কমিশনার পরিতোস ঘোষ, অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ, উৎপল দে চৌধুরী, চবি প্রাণরসায়ন বিভাগের প্রফেসর ড. মো. হেলাল উদ্দিন, ইশরাত দিনা, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহীদুল ইসলাম, সৈয়দ রুম্মান আহমেদ, শহীদুল্লাহ কাওসার, নাহিদ সুলতানা ও শফিউল আজম।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব-৩১’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও আজীবন সদস্য ফারহানা ইদ্রিস। বিজ্ঞপ্তি

Source Link: https://goo.gl/Nk1oD7

Source: suprobhat.com

Updated Date: 8th March, 2017

Related Publications

Stage set for Global Entrepreneurship Forum...

Published Date: 4th November, 2015