ড. ইউনূসকে স্বর্ণপদক দিলেন মোদি

প্রিন্ট সংস্করণ, প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৭, ০০:৩৭:১৭ 

 

সমকাল প্রতিবেদক
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে স্ব্বর্ণপদকে ভূষিত করেছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিজ্ঞান কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত ৫ নোবেলজয়ীকে গত মঙ্গলবার এ পদক দেওয়া হয়। অল্প্রব্দপ্রদেশের তিরুপতিতে ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে
অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। গতকাল বুধবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঁচ দিনব্যাপী এ বিজ্ঞান
কংগ্রেসে বিভিন্ন দেশ থেকে আসা কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানীসহ প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র উপস্থিত ছিলেন। গতকাল কংগ্রেসের একটি প্লেনারি অধিবেশনে বক্তৃতা দেন অধ্যাপক ইউনূস।

 

Source Link: http://bangla.samakal.net/2017/01/05/260539

Source: Daily Samakal

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015