তিন দিনের উৎসব শুরু হচ্ছে কাল

 

দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শনিবার। কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস উৎসবের উদ্বোধন করবেন। পরদিন রোববার সমাপনী অনুষ্ঠানে থাকবেন আরেক প্রাক্তন শিক্ষার্থী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।


গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৮০ বছরপূর্তি ও পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বেলা তিনটা থেকে কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী উৎসব শুরু হবে। প্রথম দিন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ থাকবে। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হবে। শেষ দিন রোববার অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ৮৬ ব্যাচের উদ্যোগে নির্মিত নতুন স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে। শহীদজায়া জেসমিন আলম স্মৃতিসৌধ উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পাঁচ শ জন প্রবাসীও রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত নিবন্ধন করা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্যুভেনির ও কুপন সরবরাহ 

করা হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি এম এ মালেক, সহসভাপতি সেলিম জাহাঙ্গীর, নুরুল আমিন খান, উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব মো. মোস্তাক হোসাইন, প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আনোয়ার, প্রচার উপকমিটির আহ্বায়ক ওমর কায়সার, স্কুল লিয়াজোঁ কমিটির আহ্বায়ক এরাদত উল্লাহ, প্রচার সম্পাদক আবুল হাসনাত মো. বেলাল ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন শাহ আলম উপস্থিত ছিলেন।

 

Source Link: https://goo.gl/VkfkaE

Source: The Daily Prothom Alo

Updated Date: 8th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015