আন্তর্জাতিক অঙ্গনের সব পুরস্কারই আমাদের গর্বিত করে : গোলাম মোর্তোজা

আমাদের সময়.কম
Published Time : September 20, 2016-17:01
Last Update Time : September 20th, 2016-17:01
 
 
সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা মনে করেন বংলাদেশের নাগরিক হিসেবে সব পুরস্কারই আমাদের গর্বিত করে। কারণ আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি পুরস্কারের সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নাম!
মঙ্গলবার বিকেলে গোলাম মোর্তোজা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন মত প্রকাশ করেছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, সাহসি সাংবাদিকতার জন্যে পুরস্কার পেলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। আইসিটি সেক্টরে অবদানের জন্যে পুরস্কার পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে জাতিসংঙ্ঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এশিয়ার নোবেল ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ বেশ কয়েকজন বাংলাদেশি। পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পেয়েছেন ড.মুহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। ড.ইউনূস আমেরিকার সর্বোচ্চ পুরস্কারসহ পৃথিবীর প্রায় সব পরস্কারই ইতিমধ্যে পেয়ে গেছেন। নোবেল পাওয়ার সম্ভাবনা আছে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদেরও। নোবেল ছাড়া পৃথিবীর অন্য প্রায় সব পুরস্কার তিনি পেয়েছেন।
তিনি আরো লিখেছেন, কোন পুরস্কারের কি মান, গুণ, তা কারোরই অজানা থাকে না। ফলে এই প্রসঙ্গ তুলে বিতর্ক করাটা একেবারেই অপ্রাসঙ্গিক। বাংলাদেশের নাগরিক হিসেবে সব পুরস্কারই আমাদের গর্বিত করে। কারণ আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি পুরস্কারের সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নাম!
 
 
 
 
 

Source Link: https://goo.gl/2wsJP1

Source: Dainik AmaderShomoy

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015