ইউল্যাবে সামাজিক ব্যবসার ধারণা দিলেন ড. ইউনূস

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আমন্ত্রণে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার ইউল্যাবের ছাত্রছাত্রীদের উদ্দেশে সামাজিক ব্যবসা নিয়ে বক্তব্য দেন। সামাজিক ব্যবসার ধারণা কাজে লাগিয়ে কিভাবে সামাজিক সমস্যা দূর করা যায়, তা নিয়ে প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি সামাজিক ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদও বক্তব্য দেন। এ ছাড়া ইউল্যাব স্কুল অব বিজনেজের সহকারী অধ্যাপক নিয়াজ মোরশেদ পাটওয়ারী ড. মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য জীবনবৃত্তান্ত তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জুদিথা ওলমাখার, উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

Source Link: https://goo.gl/ilIR8Z

Source: Kaler Kantha

Updated Date: 9th March, 2017

Related Publications

Yunus Social Business Week launched in China...

Published Date: 15th October, 2015

Grameen China to set up branch in Shenzhen ...

Published Date: 16th October, 2015